জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ প্রকাশ হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৯ জুলাই ২০২১ তারিখে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে। অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে ১৪ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত। চলুন, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২০-২০২১ অনুযায়ী ভর্তি সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য জেনে নেই। English Edition.

 

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

 

ধরণ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় হলো পাবলিক বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। উইকিপিডিয়া (Wikipedia) অনুসারে, এ বিশ্ববিদ্যালয়ের বর্তমান মোট শিক্ষার্থীর সংখ্যা হলো ২০ লাখ ৮৯ হাজার ৯০৯ জন।

সম্প্রতি এ বিশ্ববিদ্যালয়ের 2020-2021 শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেনীতে ভর্তির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আজ আমরা উক্ত বিজ্ঞপ্তির আলোকে জানবো, অনার্স ভর্তি ২০২১ কবে থেকে শুরু, ভর্তির নিয়মি কি, ভর্তি হতে কত পয়েন্ট প্রয়োজন ইত্যাদি।

 

এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী
  • অনলাইন আবেদন শুরু: ২৮ জুলাই ২০২১
  • আবেদন শেষ: ১৮ আগস্ট ২০২১ (রাত ১২.০০ ঘটিকা)
  • আবেদন ফি: ২৫০/- টাকা
  • ফি জমাদানের শেষ তারিখ: ১৯ আগস্ট ২০২১
  • অনলাইন ক্লাস শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২১
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.nu.ac.bd

 

আরও পড়ুন: ডিগ্রী ৩য় বর্ষের পরীক্ষার রুটিন

 

আবেদন যোগ্যতা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির যোগ্যতা নিচে তুলা ধরা হলো।

 

এসএসসি (SSC):

  • বাংলাদেশে স্বীকৃত যে কোন  শিক্ষাবোর্ড হতে ২০১৭ বা ২০১৮ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে।
  • মানবিক শাখা হতে পাশকৃত শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ পেতে হবে।
  • বিজ্ঞান ও ব্যবসা শাখা হতে পাশকৃত শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ ৩.০ পেতে হবে।

এইচএসসি (HSC):

  • বাংলাদেশে স্বীকৃত যে কোন  শিক্ষাবোর্ড হতে ২০১৯/২০২০ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে।
  • মানবিক শাখা হতে পাশকৃত শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ২.৫ পেতে হবে চতুর্থ বিষয়সহ।
  • বিজ্ঞান ও ব্যবসা শাখা হতে পাশকৃত শিক্ষার্থী কমপক্ষে জিপিএ ২.৫ পেতে হবে চতুর্থ বিষয়সহ।

উল্লেখ্য, ভোকেশনাল বা টেকনিক্যাল শিক্ষা বোর্ড হতে পাশকৃত শিক্ষার্থীগণ এবং বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীগণ আবেদনের পূর্বে অবশ্যই নিচে দেওয়া ভর্তি বিজ্ঞপ্তি দেখে নিবেন। এসব শিক্ষার্থীদের ২০২১ সালে অনার্স কোর্সে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে তা বিজ্ঞপ্তি হতে জেনে নিতে পারবেন।

 

ভর্তি সম্পর্কিত অন্যান্য তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কিছু নতুন নিয়ম নিচে তুলা ধরা হলো।

 

  • জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশ ২০২১ অনুসারে, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে অনার্স/ডিগ্রী কোর্সে ভর্তিকৃত কোন শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অনার্স কোর্সে ভর্তির অন্য আবেদন করতে পারবেন না। তবে সকল শিক্ষার্থীরা ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্ক ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে পারবেন।
  • দুটি ভিন্ন শিক্ষাবর্ষের কোন শিক্ষার্থী অথবা একই শিক্ষাবর্ষে একই সাথে দুটি কোর্সে ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য করা হবে।

 

ভর্তি পদ্ধতি

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২০-২১ অনুসারে, ভর্তি পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত তথ্য নিম্নে বর্ণনা করা হলো।

ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারের প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করা হবে। তারপর প্রার্থীদের পছন্দের ক্রম অনুযায়ী অনার্সের বিষয় বরাদ্দ দেওয়া হবে।

খ) একই কলেজের একই বিষয়ের বিপরীতে যদি একাধিক শিক্ষার্থীর মেধাক্রম এক হয় তাহলে পর্যায়ক্রমে এ সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে SSC এবং HSC পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মেধাক্রম প্রণয়ন করা হবে।

তবে এরপরও যদি মেধাক্রম এক হয় তাহলে অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ অনুসারে, প্রার্থীর বয়সের উপর ভিত্তি করে মেধাক্রম প্রণয়ন করা হবে। কম বয়সী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

গ) ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে পর্যায়ক্রমে। পর্যায়ক্রম নিচে উল্লেখ করা হলো।

  1. মেধা তালিকা;
  2. শূন্য আসন সংখ্যার সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা;
  3. বিশেষ কোটা;
  4. এবং রিজিল স্লিপের মাধ্যমে।

 

আরও পড়ুন: ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন

 

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২০-২০২১

নতুন ভর্তি সার্কুলার প্রকাশিত হলে এই সেকশন হতে ডাউনলোড করতে পারবেন।

 

আবেদন পদ্ধতি

অনার্সে ভর্তি হওয়ার প্রাথমিক নিয়ম অর্থাৎ অনলাইন আবেদন পদ্ধতি এবং আবেদন ফি জমাদান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো।

 

প্রাথমিক অনলাইন আবেদনের সময়সীমা

প্রাথমিক অনলাইন আবেদনের সময়সীমা হলো ২৮ জুলাই বিকাল ৪.০০ ঘটিকা হতে ১৮ আগস্ট ২০২১ রাত ১২ ঘটিকা পর্যন্ত।

 

আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী

আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাবলীর নিচে লিস্ট আকারে দেওয়া হলো।

  • এসএসসি পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড এবং পাসের সন।
  • এইচএসসি পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড এবং পাসের সন।
  • নিজের/অভিবাবকের মোবাইল নম্বর।
  • পাসপোর্ট সাইজের একটি ছবি। ছবির মাপ হতে হবে ১২০ x ১৫০ পিক্সেল, ছবির সাইজ হতে পারবে সর্বোচ্চ ৫০ কেবি এবং ছবি হতে হবে JPG ফরমেটের।

 

অনলাইন আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন পদ্ধতি নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো।

 

 

ক) প্রথমে এই লিঙ্ক www.nu.ac.bd/admissions ভিজিট করুন অথবা উপর থেকে “আবেদন করুন” বাটনে ক্লিক করুন।

খ) Apply Now (Honuours) অপশনে ক্লিক করুন।

গ) এবার স্ক্রিনে একটি ফরম দেখতে পাবেন। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন। তারপর “Next” বাটনে ক্লিক করুন।

ঘ) এই ধাপে, প্রার্থী স্ক্রিনে তার সকল তথ্য দেখতে পাবেন। তথ্য সব যাচাই করে নিন। বিশেষ করে লিঙ্গ অর্থাৎ Male/Female লিঙ্গ ঠিক আছে কিনা দেখে নিন।

যদি ঠিক না থাকে, “Click to change” অপশনে ক্লিক করে সঠিক লিঙ্গ নির্ধারণ করে দিন। সব শেষে আবার “Next” বাটনে ক্লিক করুন।

ঙ) এই ধাপে প্রার্থী Eligible বিষয়ের তালিকা দেখতে পাবেন। এই ধাপে প্রথমে প্রার্থীকে বিভাগ এবং জেলা অনুযায়ী কলেজ সিলেক্ট করতে হবে। কলেজ সিলেক্ট করার পর ঐ কলেজের সাবজেক্ট লিস্ট সিট সংখ্যা দেখানো হবে।

উক্ত সাবজেক্ট লিস্ট থেকে পছন্দের ক্রম অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করে “Next” বাটনে ক্লিক করতে হবে।

চ) যদি কোটা থাকে এই ধাপ হতে কোটা সিলেক্ট করতে হবে। এবং “Next” বাটনে ক্লিক করতে হবে।

ছ) এবার শেষ ধাপ। এই ধাপে প্রার্থীর ছবি, মোবাইল নম্বর এবং একটি ই-মেইল এন্টার করতে হবে। এন্টার করার পর “Preview” বাটনে ক্লিক করতে হবে।

জ) “Preview” বাটনে ক্লিক করার পর প্রার্থী তার সকল তথ্য পুনরায় দেখতে পাবেন। সকল তথ্য যাচাইয়ের পর “Submit Application” এ ক্লিক করুন।

ঞ) এই পেজ থেকে প্রার্থী তার এডমিট কার্ড বা আবেদন ফরম ডাউনলোড করে নিতে পারবেন। আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

আবেদন ফি বাবদ ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদন নিশ্চয় হলে প্রার্থীরা SMS এর মাধ্যমে জানতে পারবেন।

 

আরও পড়ুন: অনার্স ১ম বর্ষ বিশেষ পরীক্ষার রুটিন

 

Similar Posts

2 Comments

  1. আমার কলেজ আসসিলো কিন্তু ভর্তি হই নাই
    পরবর্তীতে কি ভর্তি হতে পারবো

  2. আমি তো প্রথমে আবেদন করতে পারি নাই এখন কি আবেদন করতে পারবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *