সমন্বিত ৭ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ (আসন ৩,৩১৯)

সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার বা বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে admission-agri.org -এ। বিজ্ঞপ্তি অনুযায়ী, Online-এ আবেদন শুরু হবে ০২ মে ২০২৪ তারিখ হতে। কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীগণ Online-এ কিভাবে আবেদন করবেন বা আবেদন করতে হলে কি যোগ্যতা থাকতে হবে এসব সম্পর্কে বিস্তারতি জানবো এই পোস্টের মাধ্যমে।

 

ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে!

 

সমন্বিত ৭ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

 

কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রী প্রদানকারী ০৭ টি বিশ্ববিদ্যালয় এ বছরও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। এ গুচ্ছ পরীক্ষা সমন্বিত পরীক্ষা নামেও পরিচিত। গুচ্ছ বা সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে 2023-2024 শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে মোট ৩,৩১৯ টি আসন সংখ্যা পূরণ করা হবে।

সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৩-২০২৪ অনুযায়ী ৩,৩১৯ টি আসনের বিপরীতে মোট ৩৪,১৯০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যতা কি থাকতে হবে? এ প্রশ্নটি অনেকে এভাবেও করে থাকেন, কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৩-২০২৪ কি?

সমন্বিত ৭ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2023-2024 এর আলোকে এ প্রশ্নের উত্তর খুঁজবো এবং সাথে সমন্বিত ৭ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তির আদ্যোপান্ত জানবো।

 

এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী
  • অনলাইনে আবেদন শুরু: ০২ মে ২০২৪
  • আবেদন শেষ: ১০ জুন ২০২৪
  • প্রবেশপত্র ডাউনলোড: ২৪ অক্টোবর ২০২৪
  • ভর্তি পরীক্ষা: ২৭ নভেম্বর ২০২৪ (পরিবর্তিত তারিখ)
  • আবেদন ফিঃ ১,০০০/- টাকা
  • অফিসিয়াল ওয়েবসাইটঃ www.admission-agri.org

 

নতুন নোটিশ

সমন্বিত ৭ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন তারিখ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশটি নিচে দেওয়া হলো।

ভর্তি পরিক্ষার তারিখ পুনরায় পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ নিম্নে দেওয়া নোটিশটি দেওয়ার পর আবারও ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর ২০২৪ তারিখ শনিবার সকাল ১০.০০ ঘটিকায়।

বিশ্ববিদ্যালয়সমূহের নাম ও আসন সংখ্যা

৭টি কৃষি বিশ্ববিদ্যালয় এর গুচ্ছ পরীক্ষা ২০২৪ এ অংশগ্রহণকারী ০৭টি বিশ্ববিদ্যালয়ের নাম ও আসন সংখ্যা নিচে দেওয়া হলো। তবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি/ইন্সটিটিউটের আসন সংখ্যা সমূহ আলাদাভাবে জানতে পোস্টের শেষের দিকে দেখুন।

 

বিশ্ববিদ্যালয়ের নাম  আসন সংখ্যা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ১১১৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ৩৩০
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ৭০৪
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ৪৩১
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪৪৩
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ২৪৫
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা ১৫০
সর্বমোট =  ৩,৩১৯

আবেদন যোগ্যতা

সমন্বিত ৭ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে বা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা কি থাকতে হবে তা নিচে দেওয়া হলো-

১) আবেদনকারী প্রার্থীকে ২০২১ বা ২০২২ সালের এসসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে গণিত, রসায়ন, পদার্থ এবং জীববিজ্ঞান বিষয়সহ উত্তীর্ণ হতে হবে।

একিসাথে, ২০২২ বা ২০২৩ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান এবং গণিত বিষয়সহ উত্তীর্ণ হতে হবে।

২) প্রার্থীকে উভয় পরীক্ষায় আলাদা ভাবে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৩.৫০ পেতে হবে এবং উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম সর্বমোট জিপিএ ৮.০০ পেতে হবে।

৩) সমন্বিত ০৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ৩,৩১৯। ৩,৩১৯ গুন ১০ = ৩৪,১৯০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পাবেন।

৩৪,১৯০ জন শিক্ষার্থী বাছাই করা হবে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত এবং জীববিজ্ঞান বিষয়সমূহে প্রাপ্ত  নম্বরের ভিত্তিতে।

 

আরও পড়ুন: সমন্বিত চুয়েট, কুয়েট এবং রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি

 

লিখিত নির্বাচনী পরীক্ষা

সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। এ পরীক্ষা হবে MCQ (Multiple Choice Question) পদ্ধতিতে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার, ২৭ নভেম্বর ২০২৪ তারিখে। পরীক্ষা হবে মোট ০১ ঘণ্টার। সমন্বিত ৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একসাথেই অনুষ্ঠিত হবে।

চলুন, সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন দেখে নেই।

 

বিষয় নম্বর
ইংরেজি ১০
প্রাণীবিজ্ঞান ১৫
উদ্ভিদবিজ্ঞান ১৫
পদার্থবিজ্ঞান ২০
রসায়ন ২০
গণিত ২০

উল্লেখ্য, একটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর বিয়োগ হবে।

 

মেধা স্কোর

মেধা তালিকা তৈরী হবে মোট ১৫০ নম্বরের ভিত্তিতে। ১৫০ নম্বরের মধ্যে ১০০ নম্বর হচ্ছে ভর্তি পরীক্ষার এবং বাকি ৫০ নম্বরের ২৫ নম্বর নেওয়া হবে এসএসসি/সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এবং আরো বাকি ২৫ নম্বর নেওয়া হবে এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে।

 

আবেদনের নিয়ামবলী

১) আবেদন সম্পর্কিত সকল তথ্যাদি অফিসিয়াল ওয়েবসাইট admission-agri.org -এ দেওয়া আছে। admission-agri.org এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে Online-এ আবেদন ফরম পূরণের নির্দশনা দেখতে হবে এবং সেই অনুযায়ী আবেদন ফরম পূরণ করতে হবে।

২) আবেদন ফরম পূরণের সময় মোবাইল নম্বর দিতে হবে। মোবাইলে নম্বর হিসেবে প্রার্থীর নিজের নম্বর দিতে হবে। উক্ত নম্বরে ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পিন/লগইন পাসওয়ার্ড SMS এর মাধ্যমে দেওয়া হবে।

৩) কোটায় আবেদনকারী প্রার্থীদের কোটা সংক্রান্ত সার্টিফিকেট বা সনদ পত্রের স্ক্যান-কপি Online আবেদন ফরমের নির্ধারিত স্থানে Upload করতে হবে।

তবে যে সকল প্রার্থী কোটায় আবেদন করবেন না, সে সকল প্রার্থী কোটার ঘরে “সাধারণ” সিলেক্ট করুন।

 

আবেদন ফি

আবেদন ফি ১,০০০/- টাকা ধরা হয়েছে। ফি পরিশোধ করতে পারবেন নগদ, রকেট বা বিকাশ এর মাধ্যমে। Online-এ আবেদন করার সময় আবেদন ফি দিতে পারবেন। অথবা তাৎক্ষনিকভাবে আবেদন ফি দিতে না পারলে, আবেদনের শেষ তারিখের আগে যেকোন সময়ে আবেদন ফি পরিশোধ করতে পারবেন।

তবে যেহেতু ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী (৩৪,১৯০ জন) অংশগ্রহণ করতে পারবেন তাই যেসব শিক্ষার্থী আবেদন ফি জমা দেওয়া শর্তেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তাদের ফি থেকে ৩০০/- টাকা “আবেদন সংক্রান্ত প্রসেসিং ফি” বাবদ কেটে বাকি ৭০০/- টাকা ফিরৎ দেওয়া হবে।

এজন্য Online আবেদন ফরমের নির্ধারিত স্থানে বিকাশ, নগদ বা রকেট এর নিজস্ব একটি একাউন্ট নম্বর দিতে হবে। যে নম্বরের টাকা ফেরৎ দেওয়া হবে।

 

সমন্বিত ০৭ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

সমন্বিত ৭ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২০-২০২১ ডাউনলোড করতে সার্কুলারের নিচের “ডাউনলোড সার্কুলার” বাটনে ট্যাপ করুন।

 

কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা

সমন্বিত ৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ইউনিট বা ইনস্টিটিউট অনুযায়ী নিচে দেওয়া হলো-

 

১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা

অনুষদ/ইনস্টিটিউট ডিগ্রি মোট আসন সংখ্যা
ভেটেরিনারি অনুষদ ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ১৮০
কৃষি অনুষদ বি.এসসি.ইন এগ্রিকালচার (অনার্স) ৩২০
পশু পালন অনুষদ বি.এসসি.ইন এ্যানিমেল হাজবেন্ড্রি (অনার্স) ১৮০
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ বি.এসসি.ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স (অনার্স) ১০৬
 

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ

বি.এসসি.ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং  ১০০
বি.এসসি.ইনফুড ইঞ্জিনিয়ারিং ৫০
বি.এসসি.ইন বায়োইনফমেটিক্স ইঞ্জিনিয়ারিং ৩০
ফিশারিজ অনুষদ বি.এসসি.ইন ফিশারিজ (অনার্স) ১২০
ইন্টার ডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি বি.এসসি.ইন ফুড সেফটি ম্যানেজমেন্ট ৩০

সর্বমোট = 

১১১৬

 

২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা 

অনুষদ ডিগ্রি মোট আসন সংখ্যা
কৃষি অনুষদ বিএস (কৃষি) ১১০
ফিশারিজ অনুষদ বিএস (ফিশারিজ) ৬০
ভেটেরিনারি মেডিসিন এ্যান্ড এ্যানিমেল অনুষদ ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ৬০
কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ বিএস (কৃষি অর্থনীতি)  ১০০

সর্বমোট = 

৩৩০

 

৩. শেরাবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা

অনুষদ ডিগ্রি মোট আসন সংখ্যা
কৃষি অনুষদ বি.এসসি. ইন এগ্রিকালচার (অনার্স) ৩৮৭
 

এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদ

বি.এসসি. ইন এগ্রিবিজনেস ৭১
বি.এসসি. ইন এগ্রিকালচার ইকোনমিক্স (অনার্স) ৭১
এ্যানিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ বি.এসসি ইন ভেটিরিনারি সাইন্স এন্ড এ্যানিমেল হাজবেন্ড্রি (অনার্স) ১১৪
ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সাইন্স অনুষদ বি.এসসি ইন ফিশারিজ (অনার্স) ৬১

সর্বমোট = 

৭০৪

 

৪. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা

অনুষদ ডিগ্রি মোট আসন সংখ্যা
ভেটিরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ১০০
কৃষি অনুষদ বি.এসসি. ইন এগ্রিকালচার (অনার্স) ৮৮
মাৎস্যবিজ্ঞান অনুষদ বি.এসসি. ইন ফিসারিজ (অনার্স) ৭৫
কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ বি.এসসি. ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স (অনার্স) ৬৪
কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ বি.এসসি. ইন এগ্রিকালচারাল  ইঞ্জিনিয়ারিং ৬৪
বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ বি.এসসি. ইন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (অনার্স) ৪০

সর্বমোট = 

৪৩১

 

৫. পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা

অনুষদ ডিগ্রি মোট আসন সংখ্যা
কৃষি অনুষদ বি.এসসি. ইন এগ্রিকালচার (অনার্স) ২২৭
মাৎস্যবিজ্ঞান অনুষদ বি.এসসি. ইন  ফিশারিজ (অনার্স) ৭২
 

এ্যানিমেল সায়েন্স এ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ

ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ৭২
বি.এসসি. ইন  এ্যানিমেল হাজবেন্ড্রি (অনার্স) ৭২

সর্বমোট = 

৪৪৩

 

৬. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা

অনুষদ ডিগ্রি মোট আসন সংখ্যা
ভেটেরিনারি মেডিসিন অনুষদ ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ১০০
ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদ বি.এসসি. ইন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি (অনার্স) ৮০
ফিশারিজ অনুষদ বি.এসসি. ইন ফিশারিজ (অনার্স) ৬৫

সর্বমোট = 

২৪৫

 

৭. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা

অনুষদ ডিগ্রি মোট আসন সংখ্যা
ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ বি.এসসি. ইন ভেটেরিনারি সাইন্স এন্ড এ্যানিমেল হাজবেন্ড্রি ৩০
এগ্রিকালচার অনুষদ বি.এসসি. ইন এগ্রিকালচার (অনার্স) ৩০
ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ বি.এসসি. ইন ফিশারিজ (অনার্স) ৩০
এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড এগ্রি বিজনেস স্টাডিজ অনুষদ বি.এসসি. ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স (অনার্স) ৩০
এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ বি.এসসি. ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ৩০

সর্বমোট = 

১৫০

 

Similar Posts

3 Comments

  1. আমার মেয়ে এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী।আমি ফেনী শহরে অবস্থান করছি। পরীক্ষার জন্য কেন্দ্র চয়েস দিয়েছি চট্টগ্রাম। কিন্তু এখন দেখা যাচ্ছে আমার মেয়ের ভর্তি পরীক্ষার সিট পড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয় ময়মনসিংহে। এতদূরে যাওয়া এবং ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া খুবই কষ্টকর।তাহলে কেন্দ্র চয়েস দেওয়ার কি দরকার ছিল। এটা তো একটা অযথা ভোগান্তির কারণ।

    1. এ ধরণের অভিযোগ প্রায়ই শোনা যায়। আসলে এসব তো ম্যানুয়ালি করা হয়না। এখানে হয়তো প্রযুক্তিগত কোন ত্রুটি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *