গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Gonopurto odhidoptor job circular 2022) প্রকাশিত হয়েছে। নতুন জব সার্কুলার অনুযায়ী, ০৭ টি পদের বিপরীতে ৪৪৯ জন যোগ্য বাংলাদেশী নাগরিক নিয়োগ দেওয়া হবে। গণপূর্ত অধিদপ্তরে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের recruitment.pwd.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবেন? চলুন বিস্তারিত জেনে নেই। এছাড়াও এই পোস্টের মাধ্যমে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়েও বিস্তারিত জানবো। English Edition.

 

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022

গণপূর্ত অধিদপ্তর (Public Works Department) বা পিডব্লিউডি (PWD) হল একটি সরকারি বিভাগ। এটি বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার ভবন ও কাঠামো নির্মাণের কাজ করে থাকে।

বিভাগটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল যখন বাংলাদেশ পাকিস্তানের একটি অংশ ছিল।

সম্প্রতি একটি চাকরির খবর গণপূর্ত অধিদপ্তর কর্তৃক প্রকাশিত হয়েছে। পুরুষ বা মহিলা যে কোন প্রার্থী আবেদন করতে পারবেন যদি তিনি বাংলাদেশের স্থায়ী নাগরিক হয়ে থাকেন।

(আপনি যদি গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 খুঁজে থাকেন তাহলে আপনিও এই পোস্টটি পড়তে পারেন।)

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী
  • সংস্থা: গণপূর্ত অধিদপ্তর
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২
  • ক্যাটাগরি: ০৭ টি
  • শূন্যপদের সংখ্যা: ৪৪৯ টি
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
  • বেতন: নিচে দেখুন
  • আবেদন ফি: ১০৪/- টাকা
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু: ১৭ এপ্রিল ২০২২
  • আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২২

 

আরও পড়ুন: সকল সরকারি চাকরির খবর

 

শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য

গণপূর্ত অধিদপ্তর এর নতুন নিয়োগ সার্কুলার এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য এই সেকশন হতে জেনে নিন।

০১. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষারিক কাম-কম্পিউটার অপারেটর
শূন্যপদের সংখ্যা: ২৪ টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা
গ্রেড: ১৪
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
বয়স: ১৮-৩০ বছর।

০২. পদের নাম: জরিপকারী
শূন্যপদের সংখ্যা: ১৪ টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা
গ্রেড: ১৪
শিক্ষাগত যোগ্যতা: জরিপ বিষয়ে ডিপ্লোমা।
বয়স: ১৮-৩০ বছর।

০৩. পদের নাম: নকশাকার
শূন্যপদের সংখ্যা: ১০৬ টি
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা
গ্রেড: ১৫
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্রও থাকতে হবে।
বয়স: ১৮-৩০ বছর।

০৪. পদের নাম: কার্য সহকারী
শূন্যপদের সংখ্যা: ২৩ টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
অভিজ্ঞতা: ০৫ বছর।
বয়স: ১৮-৩০ বছর।

০৫. পদের নাম: অফিস সহকারী (কম্পিউটার অপারেটর)
শূন্যপদের সংখ্যা: ১৮০ টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
বয়স: ১৮-৩০ বছর।

০৬. পদের নাম: হিসাব সহকারী
শূন্যপদের সংখ্যা: ১০১ টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস (বাণিজ্য)।
বয়স: ১৮-৩০ বছর।

০৭. পদের নাম: ট্রেসার
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: Drawing বিষয়সহ এসএসসি পাস।
বয়স: ১৮-৩০ বছর।

*** গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে বয়স গণনার তারিখ হল ১৭ এপ্রিল ২০২২

 

আরও পড়ুন: ৮৬ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

 

আবেদন সংক্রান্ত সকল তথ্য

আগামী ১৭ এপ্রিল ২০২২ তারিখ সকাল ১০ ঘটিকা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২২ তারিখ বিকাল ০৫ ঘটিকা। আবেদন সংক্রান্ত সকল তথ্য এই সেকশন হতে জেনে নিন।

 

অনলাইনে আবেদন করার নিয়ম

recruitment.pwd.gov.bd লিংকে প্রবেশ করে ০৫ টি ধাপ অতিক্রম করে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। চলুন ধাপগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

  1. প্রথম ধাপে আপনাকে ০৩ টি তথ্য দিতে হবে। ১) পদের নাম; ২) কোটা (কোটা না থাকলে General সিলেক্ট করবেন); ৩) এবং আপনার বয়স। এসব তথ্য প্রদান করে Next এ ক্লিক করুন।
  2. দ্বিতীয় ধাপে আপনাকে অনলাইন গণপূর্ত অধিদপ্তর আবেদন ফরম দেওয়া হবে। এটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে Next এ ক্লিক করুন।
  3. তৃতীয় ধাপে আপনাকে কিছু ডকুমেন্টের ছবি আপ্লোড করতে হবে। কোন ডকুমেন্টের ছবি আপ্লোড করতে করবেন, কিভাবে করবেন সে সংক্রান্ত নির্দেশনা আবেদন করার সময় বিস্তারিতভাবে জানতে পারবেন।
  4. চতুর্থ ধাপে আপনার দেওয়া সকল তথ্যের প্রিভিউ দেখতে পাবেন। সকল তথ্য যাচাই করে নিন। তারপর Next এ ক্লিক করুন।
  5. পঞ্চম ধাপে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে।

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

Online-এ আবেদন ফরম (Application Form) যথাযথ নির্দেশনা মোতাবেক পূরণ করে Submit করার পর আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি হল ১০৪/- টাকা।

সফলভাবে আবেদন সম্পন্ন করলে Payment Gateway এর মাধ্যে অনলাইনে ফি জমা দিতে হবে। এটি কিভাবে করবেন সে সংক্রান্ত নির্দেশনা আবেদন করার সময় recruitment.pwd.gov.bd ওয়েবসাইটে পাবেন।

*** Gonopurto odhidoptor job circular 2022 এ দেওয়া তথ্য মতে, আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

 

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

নিয়োগ সার্কুলারটি PDF আকারে ডাউনলোড করতে নিচের বাটনে প্রেস করুন।

 

 

আরও পড়ুন: ১৫ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ রাবার বোর্ড

 

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ পরীক্ষা

www.pwd.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে এডমিট কার্ড প্রাপ্তির বিষয়টি যথাসময়ে জানানো হবে। এডমিট কার্ডে নিয়োগ পরীক্ষার তারিখ ও পরীক্ষার সেন্টার লেখা থাকবে।

*** গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 অনুসারে, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই SMS দেওয়া হবে। 

Similar Posts

38 Comments

  1. আস্সালামু আলাইকুম,
    ভাই আমার তো কোন ম্যাসেজ আসে নাই, এই সার্কুলারের কি পরীক্ষার ডেট পড়েছে,নাকি এখনো পরীক্ষার ডেট পড়েনি,কিছুই জানিনা,
    কেউ জানালে খুবই উপকৃত হবো।

  2. সবার মেসেজ আসছে আজক, আমার মেসেজ আসেনি। মেসেজ না আসলে কি পরীক্ষা দেওয়া যাবে?

    1. ভাই ম্যাসেজ আসছে, ???????? কি বলেন ????? আমাদের তো আসে নাই।

  3. আপনাদের পরীক্ষা কখন হয়?এখন পর্যন্ত আমার আবেদন করা একটা সারকুলারের পরীক্ষার নোটিশও পেলাম না।এমন কি পরীক্ষা হয়ে গেছে কি না তাও জানি না।কোন এস.এম.এস.ও আসে নি।

  4. আমি ৩০/৫/২২ হতে আবেদন করতে গিয়ে ব্যর্থ হচ্ছি।বিজ্ঞাপনে ৩১/৫/২২ লাস্ট ডেইট উল্লেখ আছে। এটার কারণ কি?

    1. ভাই এই সার্কলারে এসএমএস কবে আসবে কিছুই তো বলে না

  5. আমি আবেদন করেছি, বিকাশের মাধ্যমে ফি জমা দিয়েছি এবং কোডটিও পেয়েছি।
    কিন্তু আমি ওই সময়ে এপ্লিকেশন কপিটা ডাউনলোড করি নাই…আমি কিভাবে ডাউনলোড করতে পারবো..জানালে উপকার হতো।
    অগ্রিম ধন্যবাদ।

    1. যে দোকানে করেছেন কোড নাম্বার টা বললে বের করা যাবে। ,প্রথমে print হয় নি আমারো।।

  6. Amr document download Korte mone cilo na…. Akhon Ami tk pathate parci na…
    Notun Kore apply o hosche na… Amr koroniyo ki?

    1. আমারও একই সমস্যা। আপনার সমাধান হলে আমাকে একটু সাহায্য করবেন দয়া করে 01731341237

  7. ভাই, আমি পরীক্ষার ফী বাবদ ১০৪ টাকা গতরাতে আবেদনের পর ৬ ডিজিটের কোড নম্বরে কমপক্ষে ১০ বার পাঠানোর চেষ্টা করেছি কিন্তু টাকা পাঠাতে পারছিনা। এখন, আমার করনীয় কি একটু বললে উপকৃত হবো।

  8. টাকা কেটে নিয়েছে কিন্তু এখন পেমেন্ট দেখাচ্ছে না কারণ কি।

  9. আমি আবেদন করছি আবেদন করার পর কোডটাও পাইছি।কিন্তু আমি ইউজার আইডি আর পাসওয়ার্ড জানি না। কিভাবে জানতে পারব ভাই৷ দয়া করে একটু সাহায্য করেন আমাকে

  10. মোবাইল নাম্বার ভুল হলে সংশোধনের উপায় কি

  11. pwd তে আবেদন করেছি কিন্তু আবেদন কোডটি সংরক্ষণ করি নি, তাই পেমেন্ট করতে পারতেছি না ভাইয়া, ঐ কোডটি কিভাবে ফিরে পাবো?

    1. আমার আবেদনটি করার সময় নির্দিষ্ট অপারেটর
      আমার অভিজ্ঞতার কোন কাগজ জমা দেননি
      এখন আমি কিভাবে এটি সংশোধন করতে পারি।

  12. আমি আবেদন করেছি, বিকাশের মাধ্যমে ফি জমা দিয়েছি এবং কোডটিও পেয়েছি।
    কিন্তু আমি ওই সময়ে এপ্লিকেশন কপিটা ডাউনলোড করি নাই…আমি কিভাবে ডাউনলোড করতে পারবো..জানালে উপকার হতো।
    অগ্রিম ধন্যবাদ।

    1. ইমেইল চেক করেন। ইমেইলে আপনার পেমেন্ট রিসিট ও এপ্লিকেশন প্রিণ্ট ও ডাউনলোড লিংক দেওয়া আছে

      1. আমি কি যে কোনো দুইটা পদের জন্য আবেদন করতে পারবো নাকি যে কোনো একটি?

  13. আমি আবেদন করেছি, বিকাশের মাধ্যমে ফি জমা দিয়েছি এবং কোডটিও পেয়েছি।
    কিন্তু আমি ওই সময়ে এপ্লিকেশন কপিটা ডাউনলোড করি নাই…আমি কিভাবে ডাউনলোড করতে পারবো..জানালে উপকার হতো।
    অগ্রিম ধন্যবাদ।

    1. ভাই টাকাটা কিভাবে দিতে হবে ঠিক বুঝতে পারছি না
      যদি একটু বুঝিয়ে দিতেন খুব উপকার হতো
      বিকাশের মাধ্যমে কিভাবে দেবো টাকাটা

  14. আবেদন করেছি।কিন্তু এপ্লিকেশন কোড পাইনি। ফাইল ডাউন লোড করেছি। কিন্তু তাতে এপ্লিকেশন কোড নেই।

    1. vaiya ami apply korar somoy application code save kori nai, ami akhono taka payment kori nai, kintu website you have already applied dekhacce, ki korbo akhon plz janaben

  15. pwd তে আবেদন করেছি কিন্তু আবেদন কোডটি মনে নাই তাই পেমেন্ট করতে পারতেছি না প্লিজ ভাইয়া সাহায্য করেন ঐ কোডটি ফিরে পাবো কিভাবে

    1. ইমেইল চেক করেন। ইমেইলে লিংক দেওয়া আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *