বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট www.bdccl.gov.bd এ গত 09 ফেব্রুয়ারি 2024 তারিখে নতুন এ সার্কুলার প্রথম প্রকাশ হয়েছে। মোট ০৯ টি শূন্যপদে লোকবল রিক্রুট করা হবে। BDCCL এ চাকরি করতে আগ্রহী হলে আপনাকে erecruitment.bcc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ প্রক্রিয়া ও নিয়োগ পরীক্ষার তারিখ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানুন এই পোস্টের মাধ্যমে। English Edition.
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) হলো একটি সরকারি প্রতিষ্ঠান। এটি বিশ্বের ৭ম বৃহত্তম ডাটা সেন্টার। কোম্পানিটি বর্তমানে নিম্নবর্ণিত সার্ভিসগুলো প্রদান করছে-
- Cloud Computing
- Cloud Storage
- Data Backup
- Cloud Desktop
- Colocation
- e-Government and e-Service
- ERP
- Consultancy
এই কোম্পানির বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগ দেওয়ার লক্ষ্যে একটি চাকরির বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী |
---|
|
আরও পড়ুন: সকল এনজিও চাকরির খবর
শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য
BDCCL নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিম্নে বর্ণনা করা হলো-
০১. পদের নাম: ব্যবস্থাপক (নেটওয়ার্ক ও ট্রান্সমিশন)
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ৫০,০০০-৮৪,৪৭৫/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: CSE/CS/IT/ETE/EECE/EEE/ECE বিষয়ে নূন্যতম স্নাতক ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা: সহকারী প্রোগ্রামার পদে নূন্যতম ০৫ বছরের চাকরির অভিজ্ঞতা।
০২. পদের নাম: ব্যবস্থাপক (ক্লাউড ও সাইবার নিরাপত্তা)
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ৫০,০০০-৮৪,৪৭৫/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: CSE/CS/IT/ECE/EECE বিষয়ে নূন্যতম স্নাতক ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা: সহকারী প্রোগ্রামার পদে নূন্যতম ০৫ বছরের চাকুরির অভিজ্ঞতা।
০৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ক্লাউড)
শূন্যপদের সংখ্যা: ০২ টি
বেতন স্কেল: ৪০,০০০-৬৭,৫৮০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: CSE/CS/IT/ECE EECE বিষয়ে নূন্যতম স্নাতক ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা: ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেট থাকলে আপনি অগ্রাধিকার পাবেন।
০৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জেনারেশন সিস্টেম)
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ৪০,০০০-৬৭,৫৮০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: EEE বিষয়ে নূন্যতম স্নাতক ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা: যদি আপনার ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে।
০৫. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (ট্রান্সমিশন)
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ৩০,০০০-৬৩,৯৮৫/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত বোর্ড থেকে ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং/টেলিকমিউনিকেশন টেকনোলজি/কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিষয়ে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধীকার দেয়া হবে।
০৬. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (ডিস্ট্রিবিউশন সিস্টেম)
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ৩০,০০০-৬৩,৯৮৫/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত বোর্ড থেকে পাওয়ার টেকনোলজি বা ইলেক্ট্রিক্যাল টেকনোলজি বিষয়ে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: যদি সংশ্লিষ্ট কাজে আপনার কোন অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অগ্রাধীকার পাবেন।
আবেদন সংক্রান্ত সকল তথ্য
আগ্রহী সকল প্রার্থীদেরকে erecruitment.bcc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে Online-এ আবেদন করতে হবে। কিভাবে অনলাইন আবেদন ফরম পূরণ করবেন তা জানতে নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন।
আবেদন ফি জমাদান পদ্ধতি
উল্লিখিত পদের বিপরীতে আবেদন করলে ১,০০০/- টাকা নগদ/বিকাশ/রকেট এর মাধ্যমে আবেদন ফি বাবদ জমা দিতে হবে। আবেদন করার সময় বিস্তারিত নির্দেশাবলী অনলাইন ফর্মে দেখতে পাবেন।
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি 2024
আরও পড়ুন: ৯১ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বিটিসিএল
নিয়োগ পরীক্ষা
প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ০৩ টি পরীক্ষার মধ্যে দিয়ে। এগুলো হলো:
- লিখিত পরীক্ষা
- ব্যবহারিক পরীক্ষা
- এবং মৌখিক পরীক্ষা।
নিয়োগ পরীক্ষার তারিখ ও কেন্দ্র যথাসময়ে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট www.bdccl.gov.bd এর মাধ্যমে জানানো হবে।
আরও পড়ুন: ১১ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর মত সকল সরকারি কোম্পানির চাকরির খবর পেতে Fahadul.com নিয়মিত ভিজিট করুন।
http://www.bdccl.gov.bd ওয়েব সাইট ওপেন হয় না কেন
পরীক্ষা কোথায় হবে পরীক্ষার ডেট কি কেউ দয়া করে বলবেন
মেবাইল :০১৩১০৭৪৭১০৩
ভাই এটা কি সরকারি চাকরি
হ্যাঁ, সরকারি চাকরি।
ভাই আমি এসএসসি পাশ আমার বয়স ২০। আমি কি ৩৪ ও ৩৫ নাম্বার পদে আবেদন করতে পারব।
জ্বী, পারবেন।
আমার বয়স ৩৮, ড্রাইভিং অভিজ্ঞতা ১৫ বছর,শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাস,আমি কি আবেদন করতে পারবো??