বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (১২০ টি শূন্যপদ)

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF আকারে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আজ 17 এপ্রিল 2024 তারিখে Biman Bangladesh Airlines এর নতুন জব সার্কুলার প্রকাশিত হয়েছে। ১২০ টি শূন্যপদে বেসামরিক জনবল নিয়োগ দেওয়া হবে। বিমানবন্দরে বা এয়ারপোর্টে চাকরি করতে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারেন। চলুন অনলাইন আবেদন ফরম পূরণ প্রক্রিয়াসহ এয়ারলাইন্সের চাকরির অন্যান্য খবরা-খবর ও সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে নেই এই পোস্টের মাধ্যমে। সকল তথ্য বিমান বন্দরে চাকরির নতুন নোটিশ হতে নেওয়া হয়েছে। English Edition.

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (Biman Bangladesh Airlines) লিমিটেড সংক্ষেপে বিমান নামে পরিচিত। এটি ১৯৭২ সালের জানুয়ারি মাসের ০৪ তারিখ প্রতিষ্ঠিত হয়েছিলো। এয়ারলাইন্সের সদর দপ্তর ঢাকার উত্তরাঞ্চলের কুর্মিটোলায় অবস্থিত।

এয়ারলাইনটি একাধিক গন্তব্যে আন্তর্জাতিক যাত্রী ও কার্গো পরিষেবা প্রদান করে। ৪০ টি দেশের সাথে এর বিমান পরিষেবা চুক্তিও রয়েছে।

বেসামরিক পদে লোক নিয়োগের লক্ষ্যে আজ ১৭ এপ্রিল ২০২৪ তারিখে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

চলুন বিমান বন্দরে নিয়োগ ২০২৪ সার্কুলার এর আদ্যোপান্ত জেনে নেই এই পোস্টের মাধ্যমে। আপনি যদি বিমানবন্দরে বা এয়ারপোর্টে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2024 খুঁজে থাকেন তাহলে আপনিও এই পোস্টটি সম্পূর্ণ পড়তে পারেন।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী
  • সংস্থা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪
  • ক্যাটাগরি: ১১ টি
  • শূন্যপদের সংখ্যা: ১২০ টি
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
  • বেতন: নিচে দেখুন
  • আবেদন ফি: ৬৬৭, ৫৫৬, ৩৩৪, ও ২২৩/- টাকা
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু: ১৮ এপ্রিল ২০২৪
  • আবেদনের শেষ সময়: ০৮ মে ২০২৪

 

আরও পড়ুন: সকল এনজিও চাকরির খবর

 

শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত তথ্য

শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জব সার্কুলার অনুযায়ী নিচে তুলে ধরা হয়েছে।

০১। পদের নাম: অ্যাসি: ম্যানেজার লিগ্যাল এ্যাফেয়ার্স / কোর্ট এ্যাফেয়ার্স
শূন্যপদের সংখ্যা: ০২ টি
বেতন: ২৬,৫০০ – ৫৭, ৯৫০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এল.এল.বি ডিগ্রিধারী হতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৪.৫ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ ৩.৬ (৪ এর মধ্যে)। স্নাতক-এ কমপক্ষে সিজিপিএ ৩.০ (৪ এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোন ৫টি বিষয়ে এবং এ লেভেলে পড়ে যে কোন ২টি বিষয়ে ন্যূনতম ‘বি’ থাকতে হবে।

২) বার কাউন্সিলের সনদ থাকতে হবে।

৩) কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে আইন ও লিগ্যাল কেইস বিষয়ক কর্মকাণ্ডে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (এলএলবি ডিগ্রি সম্পন্নের পর)

৪) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা / ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড / বিশ্ববিদ্যালয় / বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

৫) জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

উচ্চতা: ১৬১ সে.মি.।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
দৃষ্টিশক্তি: ৬/৬।
বয়স: ২৫-০৩-২০২০ খ্রিঃ তারিখে অনুর্দ্ধ ৩৫ বছর।

০২। পদের নাম: অ্যাসি: জুনিয়র ফ্লাইট অপারেশন্স অফিসার (সেন্ট্রাল এন্ড অন্স কন্ট্রোল)
শূন্যপদের সংখ্যা: ০৬ টি
বেতন: ২২,৫০০ – ৫৩,১৯০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় / ইন্সটিটিউট হতে পদার্থ বিজ্ঞান/ ফলিত পদার্থ বিজ্ঞান/গণিত/পরিসংখ্যান/ভূগোল/ কম্পিউটার সাইন্স/ম্যাটিওরোলজি-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ হতে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.৫ (৫ এর মধ্যে) এবং স্নাতক ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ কমপক্ষে ৩.০ (৪ এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোন ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোন ২টি বিষয়ে ন্যূনতম ‘সি’ থাকতে হবে। ২) কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

৩) ইংরেজি কথোপকথনে পারদর্শী হতে হবে।

৪) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা / ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড / বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

৫) জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
দৃষ্টিশক্তি: ৬/৬।
বয়স: ৩০ বছর।

০৩। পদের নাম: অ্যাসি: অম্ল/সিডিউলিং অ্যাসিঃ
শূন্যপদের সংখ্যা: ০৩ টি
বেতন: ১৫,০০০ – ৩৮,৪০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ১) স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইন্সটিটিউট হতে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) । স্নাতক ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ কমপক্ষে ৩.০ (৪ এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোন ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোন ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।

২) কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

৩) ইংরেজি কথোপকথনে পারদর্শী হতে হবে।

৪) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড / বিশ্ববিদ্যালয় / বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

৫) জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
দৃষ্টিশক্তি: ৬/৬।
বয়স: ৩০ বছর।

০৪। পদের নাম: অ্যাসি: অন্স অ্যাসিঃ রুট এন্ড ফুয়েল
শূন্যপদের সংখ্যা: ০৪ টি
বেতন: ১৫,৯০০ – ৩৮৪০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ১) স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইন্সটিটিউট হতে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৫ (৫ এর মধ্যে) । স্নাতক ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ কমপক্ষে ২.৫ (৪ এর মধ্যে) থাকতে হবে।

২) কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

৩) ইংরেজি কথোপকথনে পারদর্শী হতে হবে।

৪) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা / ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

৫) জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
দৃষ্টিশক্তি: ৬/৬।
বয়স: ৩০ বছর।

০৫। পদের নাম: অ্যাসি: সুপারভাইজার (অপারেশন্স ট্রেনিং)
শূন্যপদের সংখ্যা: ০৩ টি
বেতন: ১৫,৯০০ – ৩৮,৪০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (HSC) পাস।
উচ্চতা: ১৬১ সে.মি.।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
দৃষ্টিশক্তি: ৬/৬।
বয়স: ৩০ বছর।

০৬। পদের নাম: অ্যাসি: ওয়ার্ক সুপারভাইজার (সিভিল)
শূন্যপদের সংখ্যা: ০২ টি
বেতন: ১৫,৯০০ – ৩৮,৪০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (HSC) পাস।
উচ্চতা: ১৬১ সে.মি.।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
দৃষ্টিশক্তি: ৬/৬।
বয়স: ৩০ বছর।

০৭। পদের নাম: অ্যাসি: সিনিয়র ফার্মাসিস্ট/স্টোর/বিলসহকারী
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন: ১৫,৯০০ – ৩৮,৪০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (HSC) পাস।
উচ্চতা: ১৬১ সে.মি.।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
দৃষ্টিশক্তি: ৬/৬।
বয়স: ৩০ বছর।

০৮। পদের নাম: অ্যাসি: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদের সংখ্যা: ১০০ টি
বেতন: ১৫,৯০০ – ৩৮,৪০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (HSC) পাস।
উচ্চতা: ১৬১ সে.মি.।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
দৃষ্টিশক্তি: ৬/৬।
বয়স: ৩০ বছর।

০৯। পদের নাম: অ্যাসি: জুনিঃ ইলেকট্রিশিয়ান
শূন্যপদের সংখ্যা: ০৩ টি
বেতন: ১৫,৯০০ – ৩৮,৪০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (HSC) পাস।
উচ্চতা: ১৬১ সে.মি.।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
দৃষ্টিশক্তি: ৬/৬।
বয়স: ৩০ বছর।

১০। পদের নাম: অ্যাসি: প্লাম্বার
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন: ১৫,৯০০ – ৩৮,৪০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (HSC) পাস।
উচ্চতা: ১৬১ সে.মি.।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
দৃষ্টিশক্তি: ৬/৬।
বয়স: ৩০ বছর।

১১। পদের নাম: অ্যাসি: কাপেন্টার
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন: ১৫,৯০০ – ৩৮,৪০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (HSC) পাস।
উচ্চতা: ১৬১ সে.মি.।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
দৃষ্টিশক্তি: ৬/৬।
বয়স: ৩০ বছর।

 

*** বিমান এয়ারলাইন্স নিয়োগ ২০২৪ সার্কুলার অনুযায়ী, আপনি যদি চশমা পড়েন অথবা আপনার স্বাস্থ্য ভাল না থাকে তাহলে আপনার আবেদন করার প্রয়োজন নেই।

*** বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চাকরির খবর অনুযায়ী, সকল পদের জন্য বয়সসীমা ১৮ এপ্রিল ২০২৪ তারিখে সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। 

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি 2024

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলো। “বিজ্ঞপ্তি ডাউনলোড করুন” বাটনে ক্লিক করে PDF আকারে Download করে নিন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 

আরও পড়ুন: ২০ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়

 

আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য

বেসামরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আলোকে অনলাইনে আবেদন প্রক্রিয়া ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য নিম্নে তুলে ধরা হলো।

 

আবেদনের সময়সীমা

আবেদনের সময়সীমা নিম্নরূপ:

ক) অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ১৮ এপ্রিল ২০২৪ খ্রিঃ, সকাল ১০:০০ টা।

খ) অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ০৮ মে ২০২৪ খ্রিঃ, রাত ১২:০০ টা।

গ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নোটিশ এ দেওয়া তথ্য অনুযায়ী, পরীক্ষার ফি জমাদানের শেষ সময় হলো অনলাইনে আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত।

 

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে পাবেন।

 

 

প্রথমে উপরের বাটনে ক্লিক করুন।

“Current Circular” এ ক্লিক করুন।

“Apply Now” এ ক্লিক করুন।

বিমান এয়ারলাইন্স নিয়োগ সার্কুলার ২০২৪ এ উল্লিখিত পদের নাম দেখতে পাবেন। পদটি সিলেক্ট করে “Next” এ ক্লিক করুন।

আবারও “No” সিলেক্ট করে “Next” এ ক্লিক করুন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি বিজ্ঞপ্তি এ উল্লিখিত পদের জন্য আবেদন ফি বাবদ ৬৬৭, ৫৫৬, ৩৩৪, ও ২২৩/- টাকা জমা দিতে হবে। নিম্নবর্ণিত পদ্ধিতে SMS করে TeleTalk Pre-paid SiM দিয়ে আবেদন ফি জমা দিতে হবে।

প্রথম SMS: BBAL <স্পেস> User ID লিখতে Send করতে হবে 16222 নম্বরে।

দ্বিতীয় SMS: BBAL <স্পেস> Yes <স্পেস> PIN লিখতে Send করতে হবে 16222 নম্বরে।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ পরীক্ষা ২০২৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ পরীক্ষার তারিখ সংক্রান্ত তথ্য জানতে পারবেন bbal.teletalk.com.bd, www.biman.gov.bd ও www.biman-airlines.com ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়াও আপনি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হলে আপনাকে SMS এর মাধ্যমেও জানানো হবে।

উল্লেখ্য, প্রবেশপত্র/এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত তথ্যও একি সময়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

 

আরও পড়ুন: ৩৭ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড

 

অন্যান্য তথ্য

  • কোন প্রার্থী চাইলে একাধিক পদের বিপরীতে আবেদন করতে পারবেন। তবে বিভিন্ন পদসমূহের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতেও পারে। এ ক্ষেত্রে প্রার্থীদের নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করতে হবে।
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন (যদি থাকে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ওয়েবসাইট biman.gov.bd এ প্রকাশ করা হবে।
  • বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং পদনাম সংশোধন, পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

Similar Posts

16 Comments

  1. আসসালামু আলাইকুম,,এক্সাম কোথায় হবে কেউ জানেন?

  2. এয়ারপোর্টে সুইপার পদে চাকরি নিতে আমি ইচ্ছুক
    নাম মোঃ জিলহজ
    এস এস সি পাস

  3. আসসালামু আলাইকুম..এক্সাম কখন ভাইয়া আর এক্সাম কোন কোন বিষয় এর উপর হবে, কোথায় হবে এক্সাম।। জানালে হেল্পফুল হতাম…

    1. exm যখন হবে তখন আপনার ফোনে মেসেস যাবে

  4. আমার ফোনে এখন ও কোনো মেসেজ আসেনি,,, আপনাদের কি কারো আসছে ?

    1. ভায়া আমি এয়ারপোর্টে জব করতে চাই প্লিজ একটু হেল্প করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *