বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ (সম্পূর্ণ বিস্তারিতসহ)
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ugadmission.buet.ac.bd এ-। বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2020-21 অনুসারে, আবেদন শুরু হবে ১৫ এপ্রিল ২০২১ তারিখে। চলুন, বুয়েট ভর্তি সার্কুলার ২০২০-২০২১ -এর আলোকে বুয়েট ভর্তি আবেদন ২০২১ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আসি।
বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংক্ষপে বুয়েট) বাংলাদেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষার্বষে বিভিন্ন প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন চলেছে।
বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2020-21 অনুসারে, আবেদন শুরু হয়েছে ১৫ এপ্রিল ২০২১ তারিখ সকল ১০.০০ ঘটিকায়। আবেদন চলবে ২৪ এপ্রিল ২০২১ তারিখ বিকাল ০৩.০০ ঘটিকা পর্যন্ত।
আজ আপনারা এই পোস্টের মাধ্যমে বুয়েট এডমিশন সংক্রান্ত সকল তথ্য বুয়েট ভর্তি সার্কুলার ২০২০-২০২১ এর আলোকে বিস্তারিত সহকারে জানতে পারবেন।
এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী |
---|
|
আরও পড়ুন:
- সম্প্রতি প্রকাশিত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখতে পারেন এখান থেকে।
- বুয়েট প্রাথমিক বাছাই প্রক্রিয়ার ফলাফল, প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন এখান থেকে।
আবেদন যোগ্যতা
বুয়েট ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে আপনার অবশ্যই বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা থাকতে হবে। বুয়েট আবেদন যোগ্যতা বা বুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২১ সংক্রান্ত তথ্য নিম্নে দেওয়া হলো।
১) যে সকল শিক্ষার্থী ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০২০ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অথবা যে সকল শিক্ষার্থী ২০১৭ সালে এসএসসি/সমমান এবং ২০১৯ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু এইচএসসি/সমমানের পরীক্ষার সংশোধিত ফলাফল ১০ সেপ্টেম্বর ১০১৯ তারিখে প্রকাশিত হয়েছে তারা আবেদন করতে পারবেন।
২) শিক্ষার্থীকে যে কোন শিক্ষাবোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগ হতে ৫.০০ এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়ে এসএসসি/সমমানের পরীক্ষায় এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় পাশ করতে হবে।
৩) প্রার্থীকে যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় রসায়ন, পদার্থ বিজ্ঞান এবং গণিতে গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে ৫.০০ এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উক্ত বিষয় গুলিতে ৩০০ নম্বরের মধ্যে ২৭০ নম্বর পেয়ে পাশ করতে হবে।
প্রাথমিক বাছাই প্রক্রিয়া
বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2020-21 অনুযায়ী, সঠিকভাবে আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে প্রথমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। বাছাইকৃত যোগ্য প্রার্থীদের মধ্যে হতে প্রথম ২৪,০০০ শিক্ষার্থী নির্বাচন করা হবে যারা প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পাবেন।
প্রাথমিক বাছাই প্রক্রিয়ার ফলাফল
বুয়েট প্রাথমিক বাছাই প্রক্রিয়ার ফলাফল প্রকাশিত হবে ১১ মে ২০২১ তারিখে। প্রাথমিক বাছাই প্রক্রিয়ার ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
প্রাক-নির্বাচনী পরীক্ষা
প্রাথমিক আবেদনকারীদের মধ্যে হতে যারা নির্বাচিত হবেন তারা প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিবেন। প্রাক-নির্বাচনী পরীক্ষার্থীদের মধ্য হতে উত্তীর্ণ প্রথম ৬,০০০ শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। ১০০ নম্বরের MCQ থাকবে। নিম্নে প্রাক-নির্বাচনী পরীক্ষার মান বন্টন দেওয়া হলো।
বুয়েট প্রাক-নির্বাচনী পরীক্ষার মান বন্টন
বুয়েট প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার মানবন্টন নিম্নে দেওয়া হলো।
গ্রুপ ক এবং গ্রুপ খ | প্রশ্ন সংখ্যা | পূর্ণমান | সময় |
গণিত | ৩৪ |
১০০ |
৬০ মিনিট |
পদার্থ বিজ্ঞান | ৩৩ | ||
রসায়ন | ৩৩ |
প্রাক-নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ এবং পাঠ্যসূচী
বিভাগ | বিষয় | পাঠ্যসূচী |
গ্রুপ ক – প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
গ্রুপ খ – প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ |
গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন |
২০২০ সালের উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচী |
বুয়েট প্রাক-নির্বাচনী পরীক্ষার তারিখ ও ফলাফল
বুয়েট প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে — তারিখে। তবে বুয়েট প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ এখনও ঠিক হয়নি। প্রকাশিত হলে প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল দেখতে পারবেন এখান থেকে।
বিশেষ দ্রষ্টব্য
১) বুয়েট প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ০২টি গ্রুপের আওতায় ০২ দিনে মোট ০৪টি শিফটে। গ্রুপ ০২টি হচ্ছেঃ
- গ্রুপ ক – প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।
- গ্রুপ খ – প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ।
২) প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রতিটি MCQ প্রশ্নের মান হবে ০১।
৩) প্রতিটি ভুল উত্তরের জন্য নির্ধারিত মার্কের ২৫% অর্থাৎ ০.২৫ মার্ক কাটা হবে।
৪) OMR Sheet এ শুধু কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করা যাবে। অন্য কিছু ব্যবহার করা যাবে না।
৫) বুয়েট ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত মডেলের ক্যালকুলেটেরের বাইরে অন্য কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
৬) যে কোন ধরণের ইলেক্ট্রনিক যন্ত্র এবং পেন্সিল বক্স, জ্যামিতি বক্স, স্কেল, সেট-স্কয়ার, কম্পাস ও কোন ধরণের কোন ব্যাগ পরীক্ষার হলে আনা যাবে না।
৭) উত্তরপত্রে Application Serial No. এবং Admission Test Roll No. না লিখলে বা ঘষামাজা করলে উত্তরপত্র বাতিল করা হবে।
চূড়ান্ত ভর্তি পরীক্ষা
বুয়েট ভর্তি সার্কুলার ২০২০-২০২১ অনুযায়ী, প্রাক-নির্বাচনী পরীক্ষা হতে উত্তীর্ণ প্রথম ৬,০০০ হাজার শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশ নিবেন। বুয়েট চুড়ান্ত ভর্তি পরীক্ষা হবে ‘ক’ গ্রুপের জন্য মোট ৪০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য মোট ৬০০ নম্বরের। পরিক্ষা হবে লিখিত পদ্ধতিতে। নিচে চূড়ান্ত ভর্তি পরীক্ষার মানবন্টন দেওয়া হলো।
চূড়ান্ত ভর্তি পরীক্ষার মান বন্টন
বুয়েট চূড়ান্ত ভর্তি পরীক্ষার মানবন্টন নিম্নে দেওয়া হলো।
মডিউল | গ্রুপ ক | গ্রুপ খ | প্রশ্নসংখ্যা | পূর্ণমান | সময় |
A |
গণিত | গণিত | ১৪ |
৪০০ |
১২০ মিনিট |
পদার্থ বিজ্ঞান | পদার্থ বিজ্ঞান | ১৩ | |||
রসায়ন | রসায়ন | ১৩ | |||
B |
_ | মুক্তহস্ত অংকন | ৩ |
২৫০ |
৯০ মিনিট |
দৃষ্টিগ ও স্থানিক ধীশক্তি | ৪ |
চূড়ান্ত ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও পাঠ্যসূচী
বিভাগ | বিষয় | পাঠসূচী |
গ্রুপ ক – প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ | গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন | ২০২০ সালের উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচী |
গ্রুপ খ – প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ | গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন | ২০২০ সালের উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচী |
মুক্তহস্ত অংকন এবং দৃষ্টগত ও স্থানিক ধীশক্তি | উম্নুক্ত |
চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ ও ফলাফল
বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে — তারিখে। চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ এখনও ঠিক হয়নি। কিন্তু যখনই চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তখনি চূড়ান্ত ফলাফল দেখতে পারবেন এখান থেকে।
বিশেষ দ্রষ্টব্য
১) বুয়েট প্রাক-নির্বাচনী পরীক্ষার মত চূড়ান্ত ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে ০২টি গ্রুপের আওতায় ০২ দিনে মোট ০৪টি শিফটে। গ্রুপ ০২টি নিচে আবার দেওয়া হলো।
- গ্রুপ ক – প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।
- গ্রুপ খ – প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ।
২) চূড়ান্ত ভর্তি পরীক্ষায় A মডিউল এবং B মডিউলের প্রতিটি বিষয়ের সব প্রশ্ন এবং মূল্যায়ন করা হবে প্রচলিত পদ্ধতিতে।
৩) A মডিউলের প্রতিটি প্রশ্নের মান হবে ১০। B মডিউলের মুক্তহস্থ অংকন সংশ্লিষ্ট প্রতিটি প্রশ্নের মান হবে ৭০ এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি সংশ্লিষ্ট প্রতিটি প্রশ্নের মান হবে ১০।
৪) বুয়েট চূড়ান্ত ভর্তি পরীক্ষার সময় শুধুমাত্র পেন্সিল, কলম, শার্পনার, ইরেজার ও বুয়েট ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
৫) সকল বিষয়ের স্যাম্পল প্রশ্ন অফিসিয়াল ওয়েবসাইট www.buet.ac.bd -তে পাওয়া যাবে।
বুয়েট ইউনিট পরিচিত
বুয়েটে ভর্তি পরীক্ষা জন্য মোট ০২টি গ্রুপ রয়েছে।
গ্রুপ | বিভাগ |
ক | প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ |
খ | প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ |
বুয়েট আসন সংখ্যা
অনেক শিক্ষার্থীরাই বুয়েটের আসন সংখ্যা কত এটা জানেন না। নিচে বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2020-21 অনুসারে বুয়েট এর আসন সংখ্যা বিভাগ/ডিপার্ট্মেন্ট অনুযায়ী তুলে ধরা হলো।
ডিপার্টমেন্ট | আসন সংখ্যা |
রাসায়নিক প্রকৌশল বিভাগ | ৬০ |
ধাতব প্রকৌশল বিভাগ | ৫০ |
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ | ১৯৫ |
পানি সম্পদ প্রকৌশল বিভাগ | ৩০ |
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ | ১৮০ |
নৌ স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশল বিভাগ | ৫৫ |
শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ | ৩০ |
বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ | ১৯৫ |
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ | ১২০ |
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ | ৩০ |
স্থাপত্য বিভাগ | ৫৫ |
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ | ৩০ |
সর্বমোট = | ১২১৫ |
বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
বুয়েট ভর্তি সার্কুলার ২০২০-২০২১ পিডিএফ (pdf) নিচে দেওয়া হলো। বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ পিডিএফ (pdf) ডাউনলোড করতে সার্কুলারের নিচের ডাউনলোড বাটনে ট্যাপ করুন।
বুয়েট আবেদন ফি
বুয়েটের আবেদন ফি নিচে দেওয়া হলো।
গ্রুপ | বিভাগ | আবেদন ফি |
ক | প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ | ১,০০০/- টাকা (প্রাথমিক + চূড়ান্ত আবেদন) |
খ | প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ | ১,২০০/- টাকা (প্রাথমিক + চূড়ান্ত আবেদন) |
বুয়েট আবেদনের নিয়ম
বুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনের নিয়ম অনেকেই জানেন না। বুয়েটের ভর্তির জন্য আবেদন করতে হলে এই লিঙ্কে ugadmission.buet.ac.bd প্রবেশ করতে হবে। বুয়েটে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ঐ লিঙ্কে প্রবেশ করলে পাওয়া যাবে। এছাড়াও প্রার্থী বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ থেকে আবেদন সংক্রান্ত সকল নির্দেশনা দেখে নিতে পারবেন।
বুয়েট প্রবেশ প্রত্র ডাউনলোড
বুয়েট এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত সকল তথ্যও ugadmission.buet.ac.bd এই লিঙ্কে পাওয়া যাবে। বুয়েট প্রবেশ প্রত্র ডাউনলোডের জন্য উক্ত লিঙ্কে প্রবেশ করুন। এছাড়াও বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2020-21 দেখতে পারেন। বুয়েট এডমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বুয়েড এডমিট কার্ড সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।