আনসার ব্যাটালিয়ন নিয়োগ সার্কুলার ২০২৪

বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ সার্কুলার ২০২৪ প্রকাশিত হয়েছে। সাধারণ আনসার রিক্রুটমেন্ট সংক্রান্ত ০১ টি নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে গত ০৫ নভেম্বর ২০২৪ তারিখে। নতুন এ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 06 নভেম্বর 2024 তারিখ হতে। চলুন আবেদন যোগ্যতা এবং আবেদন ফরম পূরণ করার নিয়ম বিস্তারিত সহকারে জেনে নেই। সকল তথ্য বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ সার্কুলার ২০২৪ হতে নেওয়া হয়েছে। English Edition.

 

আনসার ব্যাটালিয়ন নিয়োগ সার্কুলার ২০২৪

আনসার বাহিনী নামে পরিচিত বাংলাদেশ আনসার একটি আধা সামরিক বাহিনী। এই বাহিনী বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। এটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয়।

এই বাহিনীর গৌরবের বিষয় হলো, এটি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধেও অংশগ্রহণ করেছিলো। এছাড়াও উইকিপেডিয়া (Wikipedia) মতে, ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম দ্বন্দ্ব এবং সর্বশেষ ২০১৫ সালের বাংলাদেশ-আরাকান আর্মি সীমান্ত সংঘর্ষে বাংলাদেশ আনসার বাহিনী ভূমিকা রেখেছিলো।

যে সকল প্রার্থী এই বাহিনীতে নিযুক্ত হতে চান তাদের জন্য সুখবর! আনসার বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। পুরুষ-মহিলা সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

এক নজরে সাধারণ আনসার নিয়োগ সার্কুলার
  • বাহিনী: বাংলাদেশ আনসার
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪
  • শূন্যপদ সংখ্যা: নির্দিষ্ট নয়
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
  • বেতন স্কেল: ১৬,২০০ – ১৭,৪০০/- টাকা
  • আবেদন ফি: ২০০/- টাকা
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু: ০৬ নভেম্বর ২০২৪
  • আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৪

 

আরও পড়ুন: সকল এনজিও চাকরির খবর

 

আনসার ব্যাটালিয়ন আবেদন যোগ্যতা

বয়স: ০৬ নভেম্বর ২০২৪ তারিখে সকল প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। ১৮ বছরের কম এবং ৩০ বছরের বেশী বয়সী কোন প্রার্থী আবেদন করতে পারবেন না।

বৈবাহিক অবস্থা: বিবাহিত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি (JSC) পাস।

শারীরিক যোগ্যতা (ন্যূনতম):

  • উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি
  • বুকের মাপ: ৩০/৩২ ইঞ্চি
  • দৃষ্টিশক্তি: ৬/৬

 

আবেদনের সময়সীমা

Online -এ আবেদন করতে পারবেন ০৬/১১/২০২৪ তারিখ হতে। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে ১৪/১১/২০২৪ তারিখ পর্যন্ত।

 

আবেদন ফি

অফেরৎযোগ্য ২০০/- টাকা আবেদন ফি। আবেদন ফি দিতে হবে অনলাইন আবেদন করার সময়। চলুন আবেদন প্রক্রিয়া জেনে নেই।

 

অনলাইন আবেদন ফরম পূরণ

কিভাবে অনলাইন আবেদন ফরম পূরণ করবেন চলুন ধাপে ধাপে জেনে নেই। উল্লেখ্য, আবেদনের প্রতিটি ধাপে কিছু সতর্কতামূলক তথ্য দেওয়া হবে। সকল তথ্য পড়ে পরবর্তী ধাপে অগ্রসর হবেন।

১. প্রথমে এই ansarvdp.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন।

 

 

২. “সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণ ২য় ধাপ- ২০২৩-২৪ এর আবেদন” অপশন-এ ক্লিক করুন।

 

 

৩. “আবেদন করুন” অপশন-এ ক্লিক করুন।

 

 

৪. এবার পরবর্তী নির্দেশনা অনুসরণ করে সঠিক তথ্য প্রদান করে আবেদন সম্পন্ন করুন।

উল্লেখ্য, আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলে প্রার্থী একটি রেফারেন্স আইডি (Referrence ID) পাবেন। এই রেফারেন্স আইডি এবং অনলাইনে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করে রাখুন।

 

সাধারণ আনসার নিয়োগ সার্কুলার ২০২৪

ব্যাটালিয়ন আনসার নিয়োগ ২০২৪ সার্কুলার নিচে দেওয়া হলো। বিজ্ঞপ্তির লেখা অস্পষ্ট মনে হলে নিচের ডাউনলোড বাটন প্রেস করে ডাউনোলোড করে নিন।

 

সাধারণ আনসার নিয়োগ সংশোধনী সাধারণ আনসার নিয়োগ ২০২২ সার্কুলার

 

 

আরও পড়ুন: ১০ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ

 

নিয়োগ পরীক্ষার সময়সূচী

উপযুক্ত প্রার্থী নির্বাচনের জন্য লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এসব পরীক্ষার স্থান, তারিখ ও সময় নিচে দেওয়া হলো।

সাধারণ আনসার নিয়োগ পরীক্ষার সময়সূচী

 

প্রয়োজনীয় কাগজপত্র

যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের সময় যে সব কাগজপত্র সঙ্গে নিতে হবে তার লিস্ট নিচে দেওয়া হলো।

  • শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র;
  • জাতীয় পরিচয় পত্রের মূল কপি;
  • নাগরিকত্ব সনদপত্রের মূল কপি;
  • অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র;
  • Online রেজিস্ট্রেশন ডকুমেন্টের মূল কপি;
  • উপরে উল্লিখিত সকল ডকুমেন্টের সত্যায়িত ফটোকপি;
  • পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত);
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি।

এসব কাগজপত্র কার মাধ্যমে সত্যায়িত করবেন তা বিস্তারিত ভাবে দেখুন উপরে দেওয়া বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 থেকে।

 

অন্যান্য তথ্য

প্রতিটি সরকারী চাকরির ক্ষেত্রেই কিছু না কিছু সুবিধা থাকে। যেমনঃ বেতন, ভাতা, রেশন ইত্যাদি। একিভাবে আনসার ব্যাটালিয়ন চাকরি ক্ষেত্রেও বেতন, ভাতা বা রেশনের মত অন্যান্য কিছু সুযোগ-সুবিধা রয়েছে।

এসব সুযোগ-সুবিধা সংক্রান্ত বিস্তারিত এবং নির্ভুল তথ্য জানতে সকল আগ্রহী প্রার্থীকে উপরে দেওয়া সাধারন আনসার নিয়োগ ২০২২ দেখতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

 

আরও পড়ুন: ১৬১ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

 

সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর মত বাংলাদেশের সকল সামরিক, আধা-সামরিক বাহিনীর চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।

Similar Posts

60 Comments

  1. স্যার আমার জন্ম ১৫ -১১-১৯৯ আমি কি আবেদন করতে পারব

  2. স্যার, এই সার্কুলারে কি মহিলা পুরুষ উভয়েই আবেদন করতে পারবে ! প্লিজ একটু জানাবেন।

  3. আমার আইডি কার্ড নেই জন্ম নিবন্ধন নিয়ে আবেদন করতে পারবো

  4. ভাই আমি ৬”ফুট কিন্তু দাঁতে সমস্যা আছে এইটা কি মাঠে চেক করে বা সমস্যা হবে আর কোনো সমস্যা নাই আমার

  5. 2 6 2001 আমি কি আবেদন করতে পারবো একটু বলবেন

  6. স্যার আমি আবেদন করতে আসছি কিন্তু মেছেজ আসছে না কেনো একটু বলবেন

  7. সাধারণ আনসার এবং ব্যাটালিয়ন আনসার কি ভিন্য।
    ব্যাটালিয়ন আনসার কি স্থানীয় চাকুরি। অনুগ্রহ করে বলবেন

  8. স্যার আমার আইডি কার্ড নেই জন্মনি বন্দন দিয়ে কি আবেদন করা যাবে একটু জানান

    1. স্যার আমি তিন বছর ধরে আবেদন করি কিনতু মাঠে জেতে পারি না কারন টাকা ছাড়া চাকরি হয়না

  9. দাঁতের সমস্যা থাকলে কি চাকরি হবে বাকি সব উপকরণ ঠিক আছে

  10. সাধারণ আনসারে কোটা , বিশেষ কোনো খেলোয়াড়ে সুযোগ আছে নি। সাধারণ আনসারে কোটা নিয়োগ হলে, খেলা ধুলা ও কোচ হতে পারবো নি।ফেব্রুয়ারিতে সাধারণ আনসারে নিয়োগ বিজ্ঞপ্তি হবে নি।আমাকে জানাবেন

    1. আসসালামু আলাইকুম স্যার
      আমি ৫.৪ কিন্তু সার্কুলারে লেখা থাকে ৫.ফুট ৪ কিন্তু তারা এটা নেয় না। লম্বা চায়,একটু বিস্তারিত বলবেন এটা সম্পর্কে?

      1. আপনার মাপ নেওয়া আর নিয়োগ কর্তপক্ষের মাপ নেওয়াটা এক না। আর সাধারণত সরকারি চাকরির ক্ষেত্রে উচ্চতা যা দেওয়া থাকে তার থেকে প্রার্থীর উচ্চতা সামান্য একটু বেশী থাকতে হয়।

    2. স্যার আবেদন সম্পুর্ণ করছি কিন্তু এখনো ফোণে কোণ মেসেজ আসেনি বা পরিক্ষার তারিখ কিছু বলে নি কি করবো একটু বলবেন?

  11. স্যার ২৩/১২/২০২১ তারিখ এ যে সার্কুলার দিছে এটা তো ব্যাটালিয়ন নয় স্যার,,,,? আর ব্যাটালিয়ন আনসার নতুন নিয়োগ কি নতুন বছরে দিবে নাকি স্যার,,,?

    1. হ্যাঁ। এইটা সাধারণ আনসার।
      আর ব্যাটালিয়ন আনসারের বিজ্ঞপ্তি নতুন বছরে দিবে।

      1. স্যার আমার আইডি কার্ড নেই জন্মনি বন্দন দিয়ে কি আবেদন করা যাবে একটু বলেন…?

  12. আমার বাড়ি রাজবাড়ী জেলা, আমি আবেদন করতে পারবো।

        1. স্যার আমার বাড়ি ফেনী আমি কি আবেদন করতে পারবো,,,,,,?

  13. ব্যাটালিয়ন আনসার বাহিনিতে সর্বচ্ব বয়স কতো

    1. স্যার আমার জাতীয় পরিচয় পত্রের মুল কপি নেই শুধু অনলাইন কপি আছে আমি কি আবেদন করলে কোনো সমস্যা হবে??

  14. আমার জন্মনিবন্ধনে 18+ হয়েছে কিন্তু এনআইডি পাই নি। জন্মনিবন্ধনের ওপরে ছবি সহ চেয়ারম্যানের সত্যায়িত করলে কি কোনো সমস্যা আছে। নাকি আইডি কাডই লাগবে একটু জানাবেন

  15. আমার 18 বছর 9 মাস বয়স চলতেছে আমি কি আবেদন করতে পারবো

      1. আজকে আবেদন করতে গিয়েছিলাম কিন্তুু আবেদন করা যাচ্ছেনা কেন জানাবেন একটু

        1. মাঝে মধ্যে একটু সমস্যা থাকতে পারে। আপনি অন্য কোন সময়ে আবার চেষ্টা করেন।

    1. আমার বাড়ি ঝিনাইদহ আমি কি আবেদন করতে পারবো???

    1. এ ধরণের কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে প্রাথমিক বাছাইয়ের তারিখ এনাউন্স করা হলে এই পোস্ট আপডেট করে জানিয়ে দেওয়া হবে।

  16. বেটালিয়ন আনসারে সঠিক মাপ কত নেয়,,,৫ ফুট ৬ ইঞ্চি নাকি তার থেকেও বেশি?

    1. সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি। ৫ ফুট ৬ ইঞ্চ থেকে বেশী হলে আরোও ভাল।

      1. Sir আমার বয়স এপ্রিলের 12 তারিখে 21 বছর হবে। আমি Apply করতে পারব?????

  17. আমি সব সময় দেশ ও দেশের মানুষের জন্য কি করতে সবার পাসে থাকতে চাই

    1. লিখিত পরীক্ষার সময় NID কার্ডের একটা ফটোকপি জমা দিতে হবে। যদি ভোটার আইডি কার্ড না থাকে আপনার আবেদন না করাটাই ভাল হবে।

    2. স্যার আমার বাসা লালমনিরহাট আমি আবেদন করতে পারি নি আমি আনসার বাহিনীতে যোগ দিতে চাই আমি এখন কি পাবো

    3. আমি আনচার ব্যাটালিয়ন হতে ছাই হতে পারবো কি একটু জানবেন স্যর

  18. এই মাসের ৫ তারিখ, অর্থাৎ ৫ আগস্ট আমার ২২ বছর পূর্ণ হয়েছে। আমি কি ব্যাটালিয়নে আবেদন করতে পারবো???

    1. ২৬ আগস্ট ২০২১ তারিখের আগেই আপনার বয়স ২২ বছর হইছে। আপনি আবেদন করতে পারবেন না।

      1. আবেদন করার শেষ সময় কবে? বিজ্ঞপ্তি ডাউনলোড করলে শেষ সময় দেখাচ্ছে অন্যরকম যদি দয়া করে বলতেন

    2. ব্যাটালিয়ান এ সারকুলা কবে দিবে আমি কি জানতে পারি

      1. কবে দিবে এ ধরণের কোন তথ্য আগে থেকে প্রকাশ করা হয়না। নতুন সার্কুলার আসলে এই পোস্ট তৎক্ষণাৎ আপডেট দিয়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *