সমন্বিত চুয়েট, কুয়েট এবং রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ (আসন ৩,২০১)

সমন্বিত প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2020-2021 । সমন্বিত চুয়েট, কুয়েট এবং রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ প্রকাশিত হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ২৪ এপ্রিল ২০২১ তারিখ হতে Online এ আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ০৮ মে ২০২১ তারিখ পর্যন্ত। চলুন, সমন্বিত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি’র আলোকে আরো বিস্তারিত জেনে আসি।

 

ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে!

 

সমন্বিত চুয়েট, কুয়েট এবং রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই প্রথমবারের মতো গুচ্ছ বা সমন্বিত ভর্তি পরীক্ষা নেবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এ ০৩টি সরকারি প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য গুচ্ছ পদ্ধিতে ভর্তি পরীক্ষা নেবে আগামী ১২ জুন।

সমন্বিত বা গুচ্ছ পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। চুয়েট, কুয়েট এবং রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2020-2021 অনুসারে মোট ৩,২০১টি আসনে বিপরীতে ৩০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন।

আসুন, চুয়েট, কুয়েট, রুয়েট ভর্তির আদ্যোপান্ত সম্পর্কে জানি।

 

এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী
  • অনলাইনে আবেদন শুরুঃ ২৪ এপ্রিল ২০২১ (সকাল ৯.০০ ঘটিকা)
  • আবেদন শেষঃ ০৮ মে ২০২১ (বিকাল ৫.০০ ঘটিকা)
  • আবেদন ফিঃ ৯০০/- ও ১০০০/- টাকা
  • যোগ্য প্রার্থীর তালিকাঃ ০২ জুন ২০২১
  • পরীক্ষার তারিখঃ স্থগিত
  • অফিসিয়াল ওয়েবসাইটঃ admissionckruet.ac.bd

 

আরও পড়ুন: সম্প্রতি প্রকাশিত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি

 

নতুন নোটিশ

১২ আগস্ট ২০২১ তারিখের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার পরবর্তী তারিখ ঘোষণা করা হলে এই পোস্ট আপডেট করে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

 

বিশ্ববিদ্যালয়সমূহের নাম এবং আসন সংখ্যা

নিম্নে চুয়েট, কুয়েট এবং রুয়েট এর আসন সংখ্যা দেওয়া হলো-

 

বিশ্ববিদ্যালয়ের নাম

আসন সংখ্যা সংরক্ষিত আসন সংখ্যা মোট আসন সংখ্যা
চুয়েট – চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮৯০ ১১ ৯০১
কুয়েট- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০৬০ ০৫ ১০৬৫
রুয়েট – রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২৩০ ০৫ ১২৩৫
সর্বমোট ৩১৮০ ২১ ৩২০১

 

আবেদন যোগ্যতা

চুয়েট, রুয়েট এবং কুয়েট এ ভর্তির যোগ্যতা বা ভর্তি পরীক্ষার যোগ্যতা নিচে তুলে ধরা হলো-

 

(ক) আবেদনকারী শিক্ষার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

(খ) শিক্ষার্থীকে ২০২০ইং সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় পাশ হতে হবে।

(গ) বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে শিক্ষার্থীকে ২০১৭ইং বা ২০১৮ইং সালের এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

(ঘ) বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে গণিত, রসায়ন,পদার্থবিজ্ঞান ও ইংরেজি বিষয়ের প্রত্যেকটিতে এককভাবে গ্রেড পয়েন্ট ৫.০০ পেতে হবে।

অর্থাৎ গণিত, ইংরেজি, পদার্থ এবং রসায়ন বিষয়ের মোট পয়েন্ট ২০.০০ হতে হবে।

তবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (Biomedical Engineering) বিভাগে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে এইচএসসি/সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট কমপক্ষে ৪.০০ পেতে হবে।

(ঙ) যোগ্য প্রার্থীদের মধ্য হতে এইচএসসি/সমমান পরীক্ষায় ইংরেজি, গণিত, রসায়ন এবং পদার্থ বিষয়ে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে প্রথম ৩০ হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

 

গ্রুপ পরিচিতি

গ্রুপ বিভাগ
গ্রুপ ‘ক’ ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
গ্রুপ ‘খা’ ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ

 

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

চুয়েট, রুয়েট এবং কুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ও সময় –

 

গ্রুপ তারিখ  সময় মোট নম্বর
‘ক’ গ্রুপ স্থগিত করা হয়েছে সকাল ১০.০০ ঘটিকা – দুপুর ১২.০০ ঘটিকা ৫০০
‘খ’ গ্রুপ সকাল ১০.০০ ঘটিকা – দুপুর ১.৪৫ ঘটিকা ৭০০

 

সমন্বিত ভর্তি পরীক্ষার মানবন্টন

চুয়েট, কুয়েট এবং রুয়েট ভর্তি পরীক্ষার মানবন্টন –

 

গ্রুপ ‘ক’

‘ক’ গ্রুপের জন্য মোট ৫০০ নম্বর এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা হবে MCQ (Multiple Choice Question) পদ্ধতিতে।

 

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
গণিত ২৫ ১৫০
পদার্থবিজ্ঞান ২৫ ১৫০
রসায়ন ২৫ ১৫০
ইংরেজি ২৫ ৫০
মোট নম্বর = ৫০০

 

গ্রুপ ‘খ’

‘খ’ গ্রুপের জন্য মোট ৭০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫০০ নম্বরের পরীক্ষা হবে MCQ (Multiple Choice Question) পদ্ধতিতে এবং ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে মুক্তহস্ত অংকন এর।

 

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
গণিত ২৫ ১৫০
পদার্থবিজ্ঞান ২৫ ১৫০
রসায়ন ২৫ ১৫০
ইংরেজি ২৫ ৫০
মুক্তহস্ত অংকন ২০০
মোট নম্বর = ৭০০

উল্লেখ্য, MCQ পরীক্ষায় ভুল উত্তরের জন্য উক্ত প্রশ্নের জন্য বরাদ্দ নম্বরের ২৫% কাটা হবে।

 

চুয়েট, কুয়েট এবং রুয়েট ভর্তির ন্যূনতম যোগ্যতা

 

(ক) মেধাস্থান নির্ধারণ করা হবে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। শিক্ষার্থীদের মেধাস্থান অনুযায়ী ভর্তিযোগ্য শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য একটি মেধাতালিকা এবং স্থাপত্য বিভাগের জন্য আলাদা একটি মেধাতালিক প্রকাশ করা হবে।

(খ) যদি দুই বা তার অধিক প্রার্থী একই মোট নম্বর পায় সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ভর্তি পরীক্ষায় ক্রমানুসারে মুক্তহস্ত অংকন, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজীতে প্রাপ্ত নম্বরের ভিত্তি প্রার্থীদের মেধাস্থান নির্ধারণ করা হবে।

(গ) সংরক্ষিত আসনে ভর্তির জন্য ভর্তিযোগ্য শিক্ষার্থীদের ভিন্ন মেধাতালিকা প্রকাশ করা হবে।

 

সমন্বিত চুয়েট, কুয়েট এবং রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

সমন্বিত প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ ডাউনলোড করতে বিজ্ঞপ্তি নিচের “ডাউনলোড বিজ্ঞপ্তি” বাটন প্রেস করুন।

 

 

আবেদন পদ্ধতি

কুয়েট, চুয়েট এবং রুয়েট এর গুচ্ছ বা সমন্বিত ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.admissionckruet.ac.bd এ  আবেদনের সকল নির্দেশনা দেওয়া আছে। উক্ত নির্দেশনা মোতাবেক আবেদন ফরম পূরণ করতে হবে এবং সাবমিট করতে হবে। আবেদন সম্পর্কিত বিস্তারিত জানতে উক্ত ওয়েবসাইট ভিজিট করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *