সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (শূন্যপদের সংখ্যা ১০ টি)

বাংলাদেশ সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ PDF আকারে প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.cid.gov.bd-এ। নতুন এ সার্কুলার গত 30 নভেম্বর 2021 তারিখে প্রকাশিত হয়েছে। কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহায়ক পদে ১০ জন লোক নিয়োগ দেওয়া হবে। সিআইডি তে চাকরি করতে আগ্রহী হলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন এই পোস্টের মাধ্যমে। চলুন আরোও বিস্তারিত জানি CID চাকরির নিয়োগ সার্কুলার ২০২১-এর আলোকে। English Edition.

 

সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 

সিআইডি (CID) বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (Criminal Investigation Department) বাংলাদেশ পুলিশের একটি বিশেষ গোয়েন্দা ও তদন্ত শাখা। এর সদর দপ্তর ঢাকার মালিবাগে অবস্থিত। এটি ১৯৭১ সালে গঠিত হয়েছিলো।

পুলিশের গোয়েন্দা ও তদন্ত শাখার ০৩ টি পদে মোট ১০ জন যোগ্য লোক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে একটি সার্কুলার প্রকাশ করেছে। নতুন প্রকাশিত সিআইডি জব সার্কুলার এর আদ্যোপান্ত জানুন এই পোস্টের মাধ্যমে।

 

এক নজরে CID নিয়োগ বিজ্ঞপ্তি
  • সংস্থা: ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট
  • মোট পদ: ০৩ টি
  • শূন্যপদের সংখ্যা: ১০ টি
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
  • বেতন: নিচে দেখুন
  • আবেদন ফি: ৫০/- ও ১০০/- টাকা
  • আবেদন মাধ্যম: ডাকযোগ
  • আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২১
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.cid.gov.bd

 

আরও পড়ুন: সকল এনজিও চাকরির খবর\

 

শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য ও আবেদন যোগ্যতা

নিম্নে শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য ও সি আই ডি হওয়ার যোগ্যতা তুলে ধরা হলো। তবে সিআইডি পুলিশ ও অফিসার পদে এবার লোক নিয়োগ দেওয়া হচ্ছে না।

 

পদের নাম: কম্পিউটার অপারেটর 

শূন্যপদের সংখ্যা: ০৫ টি

বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০/- টাকা

গ্রেড: ১১

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাবে স্নাতক ডিগ্রী।

বয়স: অনুর্ধ্ব ৩০ বছর।

 

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

শূন্যপদের সংখ্যা: ০২ টি

বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা

গ্রেড: ১৬

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (HSC) পাশ।

বয়স: অনুর্ধ্ব ৩০ বছর।

 

পদের নাম:  অফিস সহায়ক

শূন্যপদের সংখ্যা: ০৩ টি

বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০/- টাকা

গ্রেড: ২০

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (SSC) পাশ।:

বয়স: অনুর্ধ্ব ৩০ বছর।

 

আবেদন সংক্রান্ত সকল তথ্য

প্রার্থীদের ডাকযোগে আবেদন করতে হবে। আবেদন পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি নির্ধারিত ঠিকানায় ২৩ ডিসেম্বর ২০২১ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পাঠাতে হবে।

আবেদন ফরম নিচ থেকে ডাউনলোড করে নিন। আবেদন ফরম পূরণের নিয়ম এবং আবেদন পত্র প্রেরণের ঠিকানাও নিচ থেকে দেখে নিন।

 

সিআইডি আবেদন ফরম ডাউনলোড

 

 

আরও পড়ুন: ২৫০ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ

 

আবেদনপত্র প্রস্তুত করার নিয়ম

CID নিয়োগ বিজ্ঞপ্তি 2021-এ দেওয়া তথ্য মতে আবেদনপত্র প্রস্তুত করার নিয়ম নিচে বর্ণনা করা হলো।

  • আবেদন ফরম অবশ্যই স্বহস্তে পূরণ করতে হবে।
  • খামের উপর পদের নাম, নিজ জেলা ও কোটা (যদি থাকে) উল্লেখ করতে হবে।
  • আবেদন ফি জমাদানের প্রমাণস্বরুপ ট্রেজারি চালানের মূল কপি আবেদন ফরমের সাথে যুক্ত করতে হবে।
  • আবেদনপত্রের সাথে ১০” X  ৪” সাইজের ১০ টাকার মূল্যের একটি ফেরত খাম পাঠাতে হবে। অবশ্যই খামে প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখ থাকতে হবে।

 

আবেদন পত্র প্রেরণের ঠিকানা

অতিরিক্ত আইজিপি,

সিআইডি হেডকোয়ার্টার্স,

মালিবাগ, ঢাকা-১২১৭

 

সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি 2021

CID চাকরির নিয়োগ সার্কুলার ২০২১ নিচে দেওয়া হয়েছে। ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।

 

 

আরও পড়ুন: ২২ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে কাস্টম হাউস আইসিডি

 

অন্যান্য তথ্য

  • বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে না। কোন জেলার প্রার্থী কোন পদের বীপরতে আবেদন করতে পারবেন তা জানতে উপরে দেওয়া CID নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ দেখুন।
  • কোটাধারী প্রার্থী অর্থ্যাৎ মুক্তিযোদ্ধার সন্তান কিংবা প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
  • আবেদন ত্রুটিপূর্ণ হলে অথবা নির্ধারিত সময়ের পরে গন্তব্যে পৌঁছালে তা গ্রহণ করা হবে না।
  • লিখিত, ব্যবহারিক ও ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।
  • নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

 

Similar Posts

13 Comments

  1. নিয়োগের ফলাফল কিভাবে পাবো বা কবে পাবো?
    এবং আবেদনের পরে আমাদের কাজ কি?
    এবং এতিম জারা তারা কি সারা বাংলাদেশ থেকে আবেদন করলে হবে?

      1. সর্বনিম্ন বয়সের কথা উল্লেখ নেই। যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।

    1. সিআইডি এর পরীক্ষা কি স্থগিত হয়ে গেছে?৪ তারিখ হওয়ার কথা আছে,,,কেউ জানালে উপকৃত হতাম

  2. আমি এই চাকরি করতে চাই আমার খুব আসা এই চাকরি করা এবং দেশের ক্রিমিনাল মুক্ত করা

  3. আমি সিআইডি এই ফম এ বিজ্ঞপ্তির নম্বর কী দেবো বুঝতে পারছি না দয়া করে বলবেন

    1. স্মারক নং দিন। স্মারক নং বিজ্ঞপ্তির উপরের দিকে লেখা আছে।

  4. লিখিত পরীক্ষা হবে কত তারিখে বা কখন তা জানতে পারবো কিভাবে । মোবাইল এ এসএমএস এর মাধ্যমে নাকি পত্রের মাধ্যমে।

    1. এইটা নির্দিষ্টভাবে উল্লেখ নেই। আপনি আপনার ফোন নম্বরটি সচল রাখেন। আর পত্রের মাধ্যমে দিলে তো পাবেনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *