কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। গতকাল 03 জুলাই 2022 তারিখে www.cpgcbl.gov.bd ওয়েবসাইটে নতুন এই নিয়োগ সার্কুলার প্রথম প্রকাশিত হয়েছে। ০৩ টি পদের বিপরীতে ৩৩ জন লোক নিয়োগ দেওয়া হবে।

চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের cpgcbl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে চাকরির আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২২ তারিখ। চলুন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) নিয়োগ বিজ্ঞপ্তি 2022 অনুসারে আরো বিস্তারিত জেনে নেই। English Edition.

 

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সংক্ষেপে সিপিজিসিবিএল (CPGCBL) নামে পরিচিত কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (Coal Power Generation Company Bangladesh Limited) একটি সরকারি মালিকানাধীন একটি জ্বালানি সংস্থা। জ্বলন্ত কয়লা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা যায় তা নিয়ে সংস্থাটি কাজ করে থাকে।

সম্প্রতি প্রকাশিত একটি চাকরির খবর অনুযায়ী, এই সংস্থায় বিভিন্ন পদে ৩৩ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীগণ আবেদন করতে পারেন।

তবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রথমিকভাবে ০৩ বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। চাকুরীর মেয়াদ শর্ত সাপেক্ষে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।

এক নজরে CPGCBL নিয়োগ বিজ্ঞপ্তি
  • সংস্থা: কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ০৩ জুলাই ২০২২
  • ক্যাটাগরি: ০৩ টি
  • শূন্যপদের সংখ্যা: ৩৩ টি
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
  • বেতন: নিচে দেখুন
  • আবেদন ফি: ১,০০০/- টাকা
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু: ০৪ জুলাই ২০২২
  • আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২২

 

আরও পড়ুন: সকল সরকারি চাকরির খবর

 

শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য

শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে নিচে দেওয়া হলো-

 

০১. পদের নাম: সহকারী প্রকৌশলী
বিভাগ: তড়িৎ (১০), যান্ত্রিক (০৬) এবং পুর (০৪);
শূন্যপদের সংখ্যা: ২০ টি;
বেতন: ৫২,০০০/- টাকা;
গ্রেড: ০৮;
শিক্ষাগত যোগ্যতা: নিম্নবর্ণিত বিষয়ে বি.এসসি ডিগ্রী-

  • ইলেক্ট্রিক্যাল
  • মেকানিক্যাল
  • সিভিল

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

০২. পদের নাম: কেমিস্ট
শূন্যপদের সংখ্যা: ০৩ টি;
বেতন: ৫২,০০০/- টাকা;
গ্রেড: ০৮;
শিক্ষাগত যোগ্যতা: নিম্নবর্ণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী-

  • রসায়ন
  • ফলিত রসায়ন

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

০৩. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী
বিভাগ: তড়িৎ (০৬) এবং যান্ত্রিক (০৪);
শূন্যপদের সংখ্যা: ১০ টি;
বেতন: ৪০,০০০/- টাকা;
গ্রেড: ১০;
শিক্ষাগত যোগ্যতা: নিম্নবর্ণিত বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী-

  • ইলেক্ট্রিক্যাল
  • মেকানিক্যাল

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

 

আবেদন সংক্রান্ত সকল তথ্য

cpgcbl.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে পারবেন নিম্নবর্ণিত সময়সীমার মধ্যে।

বিবরণ তারিখ সময়
আবেদন শুরু ০৪ জুলাই ২০২২ সকাল ১০ টা
আবেদন শেষ ৩১ জুলাই ২০২২ রাত ১১.০০ টা

 

আরও পড়ুন: ৩৮ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ

 

অনলাইনে আবেদন করার নিয়ম

১. cpgcbl.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করুন।

২. ৩য় নম্বর অপশন Application Form-এ ক্লিক করুন।

৩. কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ উল্লিখিত পদের নামগুলো স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনার যোগ্যতা অনুযায়ী একটি পদে সিলেক্ট করে Next-এ ক্লিক করুন।

৪. No সিলেক্ট করুন।

৫. অনলাইন সিপিজিসিবিএল আবেদন ফরম পেয়ে যাবেন।

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

Teletalk চার্জসহ ১,০০০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে। নিচে দেখানো হলো কিভাবে SMS (এসএমএস) এর মাধ্যমে ফি জমা দিবেন।

  • প্রথম SMS: CPGCBL <স্পেস> User ID টাইপ করে 16222 নম্বরে Send করুন।
  • দ্বিতীয় SMS: CPGCBL <স্পেস> YES <স্পেস> PIN টাইপ করে 16222 নম্বরে Send করুন।

 

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) নিয়োগ বিজ্ঞপ্তি 2022

03 জুলাই 2022 তারিখে প্রকাশিত সিপিজিসিবিএল জব সার্কুলার নিচে PDF ডাউনলোড লিঙ্কসহ দেওয়া হলো।

 

 

নিয়োগ পরীক্ষা ও এডমিট কার্ড ডাউনলোড

আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর শুধুমাত্র উপযুক্ত বলে বিবেচিত প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আপনাদের এডমিট কার্ড প্রয়োজন হবে।

নিয়োগ পরীক্ষা ও প্রবেশপত্র সংগ্রহের তারিখ আপনাদের SMS-এর মাধ্যমে জানানো হবে। একিসাথে cpgcbl.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করেও জানতে পারবেন।

 

অন্যান্য তথ্য

  • আপনি কোন সরকারি মালিকাধীন কোম্পানি/প্রতিষ্ঠান এ কর্মরত থাকলে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • শিক্ষা জীবনের কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য নয়।
  • নিয়োগ প্রাপ্তির আশায় আপনি যদি কোন প্রকার সুপারিশ করেন তাহলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন।
  • লিখিত বা মৌখিক পরীক্ষায় Participate করার জন্য প্রার্থীদের কোন প্রকার TA/DA প্রদান করা হবে না।
  • প্রার্থীদের কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এছাড়াও বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

 

আরও পড়ুন: ২২ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

 

ভাতা ও অন্যান্য সুবিধা

চলুন দেখি সিপিজিসিবিএল এ চাকরি করলে আপনি কি কি সুবিধা ও ভাতা পাবেন।

  • বাড়ী ভাড়া;
  • প্রতি বছর ০২ টি উৎসব ভাতা;
  • নববর্ষ ভাতা;
  • যৌথ ভবিষ্য তহবিল;
  • গ্রুপ ইনস্যুরেন্স;
  • অর্জিত ছুটি নগদায়ন;
  • গ্রাচ্যুইট;
  • এবং চিকিৎসা ভাতা প্রাপ্য হবে।

 

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর মত সকল সরকারি কোম্পানির চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করুন www.notice24x7.com ওয়েবসাইট।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *