বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান – স্পারসো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান – স্পারসো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। গত 16 ফেব্রুয়ারি 2022 তারিখে নতুন এই চাকরির বিজ্ঞপ্তি www.sparrso.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন আপনি। ০৪ টি পদে ০৫ জন লোক রিক্রুট করা হবে। অনলাইনে আবেদন করার নিয়ম এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানুন এই পোস্টের মাধ্যমে। সকল তথ্য Mohakash gobeshona job circular 2022 হতে নেওয়া হয়েছে। English Edition.

 

স্পারসো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (Bangladesh Space Research and Remote Sensing Organization) হল একটি রাষ্ট্রীয় সংস্থা। এটি সংক্ষেপে স্পারসো (SPARRSO) নামে পরিচিত। বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান গবেষণা এবং মহাকাশ প্রযুক্তির নিয়ে স্পারসো কাজ করে থাকে। এছাড়াও জাপানি এবং আমেরিকান স্যাটেলাইট ব্যবহার করে এই সংস্থাটি বাংলাদেশের কৃষি-জলবায়ু পরিস্থিতি এবং জলসম্পদ পর্যবেক্ষণ করে থাকে।

আপনিও চাইলে এই সংস্থায় আপনার ক্যারিয়ার গড়তে পারেন। একটি জব সার্কুলার গত 16 ফেব্রুয়ারি 2022 তারিখে প্রকাশিত হয়েছে। বিভিন্ন সংখ্যক পদে মোট ০৫ জন লোক নিয়োগ করা হবে।

 

এক নজরে স্পারসো নিয়োগ বিজ্ঞপ্তি
  • সংস্থা: মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২
  • ক্যাটাগরি: ০৪ টি
  • শূন্যপদের সংখ্যা: ০৫ টি
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
  • বেতন: ৮,২৫০ – ২২,৪৯০/-
  • আবেদন ফি: ১১২/- ও ২২৪/-
  • আবেদন মাধ্যম: Online
  • অনলাইনে আবেদন শুরু: ২৩ ফেব্রুয়ারি ২০২২
  • আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২২
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.sparrso.gov.bd

 

আরও পড়ুন: সকল এনজিও চাকরির খবর

 

শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য

চলুন শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য Mohakash gobeshona job circular 2022 অনুসারে জেনে নেই।

০১. পদের নাম: মেকানিক/প্লাম্বার
শূন্যপদের সংখ্যা: ০২ টি
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা
গ্রেড: ১৬ তম
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
বয়স: ১৮ হতে ৩০ বছর।

০২. পদের নাম: ড্রাইভার
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা
গ্রেড: ১৬ তম
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ।
বয়স: ১৮ হতে ৩০ বছর।

০৩. পদের নাম: অফিস সহায়ক
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০/- টাকা
গ্রেড: ২০ তম
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ।
বয়স: ১৮ হতে ৩০ বছর।

০৪. পদের নাম: নিরাপত্তা প্রহরি
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০/- টাকা
গ্রেড: ২০ তম
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ।
বয়স: ১৮ হতে ৩০ বছর।

 

আরও পড়ুন: ১৩ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

 

আবেদন সংক্রান্ত সকল তথ্য

আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমনঃ আবেদনের সময়সীমা, আবেদন করার নিয়ম, আবেদন ফি জমাদান পদ্ধতি ইত্যাদি জানুন এই সেকশন হতে। সকল তথ্য সংগ্রহ করা হয়েছে স্পারসো নিয়োগ বিজ্ঞপ্তি 2022 হতে।

 

আবেদনের সময়সীমা

নিম্নবর্ণিত সময়সীমার মধ্যে সকল প্রার্থীকে আবেদন করতে হবে-

বিবরণ তারিখ সময়
আবেদন শুরু ২৩ ফেব্রুয়ারি ২০২২ সকাল ১০ টা
আবেদন শেষ ১৬ মার্চ ২০২২ বিকাল ৫ টা

 

অনলাইনে আবেদন করার নিয়ম

  1. sparrso.teletalk.com.bd এই ওয়েব লিংকে প্রবেশ করুন।
  2. Application Form এ ক্লিক করুন।
  3. ০১ টি পদের নাম সিলেক্ট করুন তারপর Next এ ক্লিক করুন।
  4. No সিলেক্ট করে আবার Next এ ক্লিক করুন।
  5. স্পারসো চাকরির অনলাইন আবেদন ফরম পেয়ে যাবেন।

ডিক্লারেশন: আবেদনকারীকে Online আবেদনপত্রের Declaration অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনকারী আবেদনপত্রে যে সকল তথ্য প্রদান করেছে তা সঠিক এবং সত্য। যদি প্রদত্ত কোন তথ্য মিথ্যা বা অসত্য প্রমাণিত হয় অথবা কোন অযোগ্যতা ধরা পরে বা কোন প্রতরণা/দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল/অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে Submit করলে একটি আবেদন কপি পাবেন। উক্ত আবেদন কপিতে একটি User ID দেওয়া থাকবে এবং এই User ID টি ব্যবহার করে আপনাকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি 2022 এ উল্লিখিত প্রথম ০২ টি পদের জন্য আবেদন ফি ২২৪/- টাকা এবং বাকি ০২ টি পদের জন্য ১১২/- টাকা।

প্রথম SMS: SPARRSO <স্পেস> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

দ্বিতীয় SMS: SPARRSO <স্পেস> Yes <স্পেস> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

 

স্পারসো নিয়োগ বিজ্ঞপ্তি 2022

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান – স্পারসো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ নিচে দেওয়া হলো-

 

 

আরও পড়ুন: ০৮ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে পানি সম্পদ মন্ত্রণালয়

 

নিয়োগ পরীক্ষা ও প্রবেশপত্র ডাউনলোড

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি sparrso.teletalk.com.bd ও www.sparrso.gov.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS করে জানানো হবে। এডমিট কার্ড প্রকাশিত হলে sparrso.teletalk.com.bd ওয়েবসাইট Visit করে ডাউনলোড করতে পারবেন। এডমিট কার্ডে নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান লেখা থাকবে।

এই পোষ্টগুলো পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *